করোনার টিকা পেল সীতাকুণ্ডের ১৬৪৬ শিশু শিক্ষার্থী

করোনার টিকা পেল সীতাকুণ্ডের ১৬৪৬ শিশু শিক্ষার্থী
করোনার টিকা পেল সীতাকুণ্ডের ১৬৪৬ শিশু শিক্ষার্থী

পোস্টকার্ড নিউজ।।

সীতাকুণ্ডে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএন্টিক কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বাঁশবাড়িয়ায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নুর নেওয়াজ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলজার হোসেন।

এসময় এমটিইপিআই আব্দুর রাজ্জাক এবং স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, উপজেলার বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদেক মাস্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৬৪৬ জন শিশু শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে ।

খালেদ / পোস্টকার্ড ;