ভ্যামোস আর্জেন্টিনা - সুলতান মোহাম্মদ দিপু

ভ্যামোস আর্জেন্টিনা - সুলতান মোহাম্মদ দিপু
ভ্যামোস আর্জেন্টিনা - সুলতান মোহাম্মদ দিপু

সত্যি আমি নিস্তব্ধ,কি লিখবো, মাথায় আসছে না, কি বলবো, বুজতে পারছি না। শুধু জানি, আর্জেন্টিনা জিতে গেছে। বিশ্বকাপ না দেখে দিনের পর দিন একটা দলকে সাপোর্ট করে গেছি। প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরের দেশটিতে কাপ চলে গেছে, মনে হচ্ছে আমার ঘরে এসেছে। চোখ শিক্ত হয়ে আসছে অশ্রুভেজা আনন্দে। 

ম্যারাডোনার খেলা দেখিনি। বাতিস্ততার খেলা একটু একটু দেখেছি। যখন আর্জেন্টিনাকে সাপোর্ট করা শুরু করেছি, তখনো মেসি আমার কাছে খুব বেশি পরিচিত নাম ছিল না। আয়ালা, ক্রেসপো, তেবেজ এর খেলা দেখে উন্মাদনায় মেতেছি কত। আর মেসিযুগে ডি মারিয়া, মাশ্চারানো, রোমেরো, আগুয়েরাদের খেলা দেখে আশায় বুক বেঁধেছি। তবুও ১৪’র বিশ্বকাপে চোখের জল নিয়ে প্রজেক্টের পর্দা থেকে বাড়ি ফিরেছি। হিগুয়েনের উপর ক্ষোভ জন্মেছিল। তবুও..

১৮তে পুরোপুরি হতাশ হয়ে কিছুটা আশার আলোয় কোপা অ্যামেরিকায়। আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতলো। আর কখনো এত উন্মাদনা নিয়ে খেলা দেখা হবে কিনা- জানিনা। আজকের মার্টিনেজ আর আলভারেজরা হয়ে উঠুক আগামীর মেসি। নতুন করে উন্মাদনা যোগাক পাওলা দিবালা। ফুটবলের জয়ে বিশ্ব ভাসুক। ভ্যামোস আর্জেন্টিনা।

লেখক.  সাংবাদিক ।

খালেদ / পোস্টকার্ড ;