সীতাকুন্ডে শান্তি-শৃংখলা বজায় রাখার উদ্যোগ নেয়ায় কর্মকর্তাকে হুমকি

সীতাকুন্ডে শান্তি-শৃংখলা বজায় রাখার উদ্যোগ নেয়ায় কর্মকর্তাকে হুমকি
সীতাকুন্ডে শান্তি-শৃংখলা বজায় রাখার উদ্যোগ নেয়ায় কর্মকর্তাকে হুমকি

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুন্ডে অভিযোগের ভিত্তিতে বিরোধকৃত জায়গাতে শান্তি-শৃংখলা বজায় রাখার উদ্যোগ গ্রহন করায় তদন্ত কর্মকর্তাকে নানা হুমকি-দমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে দাপ্তরীক দ্বায়ীত্ব পালনে হিমশিম খাচ্ছেন তদন্ত কর্মকর্তা। ফলে বিরোধপূর্ন জায়গাটি আবারো বেদখলের আশংকা করছেন বাদীরা।

জানা যায়, বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারী টোলা গ্রামে জায়গা-জমি দখল-বেদখল নিয়ে মৃত সালেহ আহাম্মদ ও কতিপয় লোকের সাথে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ অবস্থায় রাতের আধাঁরে ঘেরা-বেড়া উপড়ে ফেলে জায়গা দখলের চেষ্টার ঘটনায় স্থানীয় দিদারুল আলমের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন জায়গার মালিক সেকান্দার গং। উক্ত অভিযোগের ভিত্তিতে বাদি-বিবাদীকে যে যার অবস্থানে থেকে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু শান্তি - শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করায় কর্মকর্তাকে হেনস্তা করাতে নানা অপকৌশল অবলম্বন করে শুরু করে বিবাদী পক্ষ। এ অবস্থায় তদন্ত কর্মকর্তা ভয়ে তটস্ত হয়ে পড়ায় বিরোধপূর্ন জায়গাটি পূনরায় বেদখলের আশংকায় আতংকিত হয়ে পড়েছেন বাদী পক্ষ।

মামলার বাদী মো. জাহাঙ্গির আলম বলেন,‘ মৌরশী সম্পত্তি দখলে নিতে নানা অপতৎপরতা শুরু করেছে স্থানীয় দিদারুল আলমসহ কতিপয় লোকজন। এরমধ্যে রাতের আঁধারে জায়গার উপর ঘেরা-বেড়া তুলে নিয়ে গেলে থানায় অভিযোগ প্রদান করা হয়। আর অভিযোগের ভিত্তিতে শান্তি শৃংখলা বজায়ে উভয় পক্ষকে নির্দেশ দেন তদন্ত কর্মকর্তা । এরপর থেকে বিবাদী তদন্ত কর্মকর্তাকে ফাঁসাতে প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দেয়ার হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে মডেল থানার এস আই শওকত হাসান বলেন,‘ শান্তি-শৃংখলা বজায় রাখতে বিরোধপূর্ন জায়গায় প্রবেশ না করতে দু-পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এরপর থেকে বিবাদীরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহনে উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়েরের পাঁয়তারা করছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এ ধরনের কোনো ঘটনা সংগঠিত হলে সঠিক তদন্ত কাজে কিছুটা ব্যাঘাত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।