এগিয়ে চলছে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ এর কাজ

এগিয়ে চলছে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ এর কাজ
এগিয়ে চলছে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ এর কাজ

ইসলাম ডেস্ক।।

এগিয়ে চলছে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ এর কাজ । ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাটি ভরাট কাজ । তাছাড়া নির্মিত হচ্ছে নামাজ পড়ার জন্য অস্থায়ী মসজিদের কাজ। উল্লেখ্য, সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট পশ্চিম পাড়ায় ধর্মপ্রাণ কিশোর, যুবক, মুরব্বিরা " হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ " নামের একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে নাম প্রকাশ না করা সত্ত্বে এলাকার বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তিগন প্রায়  ৫ গন্ডা ২ কড়া জমি দান করেন । এরপর থেকে সবার সহযোগিতায় মসজিদের জন্য নির্ধারিত জায়গায় মাটি ভরাট কাজ সম্পন্ন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে " হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ " নামে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। যাতে ৪ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে এবং সাথে একটি এতিমখানা করার কথাও জানান উদ্যোক্তারা।