এগিয়ে চলছে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ এর কাজ

ইসলাম ডেস্ক।।
এগিয়ে চলছে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ এর কাজ । ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাটি ভরাট কাজ । তাছাড়া নির্মিত হচ্ছে নামাজ পড়ার জন্য অস্থায়ী মসজিদের কাজ। উল্লেখ্য, সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর ফকিরহাট পশ্চিম পাড়ায় ধর্মপ্রাণ কিশোর, যুবক, মুরব্বিরা " হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ " নামের একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে নাম প্রকাশ না করা সত্ত্বে এলাকার বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তিগন প্রায় ৫ গন্ডা ২ কড়া জমি দান করেন । এরপর থেকে সবার সহযোগিতায় মসজিদের জন্য নির্ধারিত জায়গায় মাটি ভরাট কাজ সম্পন্ন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে " হজরত ইমামে আজম (রা.) জামে মসজিদ " নামে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। যাতে ৪ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে এবং সাথে একটি এতিমখানা করার কথাও জানান উদ্যোক্তারা।