কখনো আমি আমার মা বাবাকে নিয়ে লেখিনি, আমার জীবনী - জুনায়েদ
কি বা লিখব লিখার মত ভাষায় ছিল না? কারণ আমি মনে করি আমি তাদের যোগ্য সন্তান নই। কতই না শুনেছি কত ছেলে কত মায়ের জন্য রাজপ্রাসাদ তৈরি করেছে, আমার হয়তো স্বপ্ন আছে স্বপ্ন বাস্তবে পরিপূর্ণতা পাবে না।
আসলে অনেকেই বলে আমাকে আমি অনেক সুখি হয়তো বা সুখী আমার মায়ের দোয়া হতে পারে। পৃথিবীতে কোন সন্তানের যদি ভালো না লাগে মায়ের কোলে গিয়ে মাথা রেখে শান্তি খুঁজে আমি কার কাছে খুজবো। খোঁজার জন্য তুমি নেই।
কখনো খাতা কলম নিয়ে বসি নাই আজ বসলাম,দেখি তোমার মৃত্যুর ২০ বছর পূর্ণ হল মা। সেই ২০০৪ সালে ১৭ই জুন তুমি মৃত্যুবরণ করেছিলে হয়তো দু বছর খানিক ছিলাম বুঝে উঠতে পারিনি,তুমি কি ছিলে। এভাবেই নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ ২২ বছর বয়সে পা রেখেছি। বাবাকে দেখেছি ঠিক তুমি মারা যাওয়ার ১১ বছর পর্যন্ত তার মাঝে মাঝে বেশিরভাগ সময় দেখা হয়নি। কখনো দেখতে আসেনি?তোমারই মত বাবাও ২০১৫ সালে ২১ শে জুন মৃত্যুবরণ করে দিনটা ঠিক মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা ছিল। পরীক্ষার মাঝখানে স্যার ডেকে একটু আদর করে দিয়েছেন বলেছিল বাবা তুমি বাসায় চলে যাও। বুঝে উঠতে পারিনি কেন? একটু পরে দেখি মেজ মামা আমায় নিতে এসেছে, তখনও বুঝলাম না ঠিক বাড়ির কাছাকাছি গিয়ে শুনতে পাই বাবাও ছেড়ে চলে গেছে!
আজ তার মৃত্যুর ৯ বছর হয়ে গেল । আমিও বড় হতে লাগলাম । জানিনা কখন জীবন যুদ্ধ শেষ হয় । স্বপ্ন তো আমারও আছে তোমাদেরকে আমার তৈরি করার রাজপ্রাসাদে নিয়ে থাকবো। কিন্তু সেই স্বপ্ন হয়তো পূরণ হয়ে উঠবে না । কারন তুমরা নেই । কার জন্য এই বানাবো এই রাজপ্রসাদ। আর তাই আমারও হয়তো সে রাজপ্রাসাদে থাকা হবে না । আমারও আর রাজপ্রাসাদ তৈরি করতে আর ইচ্ছে করে না।
- আমার জীবনী