মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি -মামুন মোহাগ

মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি -মামুন মোহাগ
মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি -মামুন মোহাগ

ভিন্ন এক আয়োজনে ঢাকার মঞ্চে দেখা গেলো বলিউড তারকা, নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে অংশ নেন এই বলিউড নৃত্যশিল্পী।

দিলবার দিলবার গানের তালে মঞ্চে উঠেন রাত সাড়ে নটায়। উঠেই জানান শুভেচ্ছা। বলেন, ঢাকায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা। উপস্থিত সবাইকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলেন, এতো সুন্দর রাতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আবার আসতে চান বলেও জানান- এই অভিনেত্রী।

মঞ্চে প্রায় ৩০ মিনিটের মতো উপস্থিত থাকলেও কোনো পারফর্ম করতে দেখা যায়নি তাকে। এদিন দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই বলিউড অভিনেত্রী। সেখানে গোলাপি ট্রাউজার ও হুডি, সঙ্গে কালো রোদচশমায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। আয়োজক প্রতিষ্ঠান বিমানবন্দর থেকে তাকে সোজা পাঁচ তারকা হোটেলে নিয়ে যান। সেখানে রাতে থেকে শনিবার দিনের শুরুতেই নোরা ফাতেহি ঢাকা ছাড়বেন- বলে জানান আয়োজক ইশরাত জাহান মারিয়া।

নোরাকে দেখতে দুদিন আগেই হবিগঞ্জ থেকে ঢাকায় এসেছেন বাইশ বছর বয়সী নয়ন। গায়ে জড়ানো টিশার্টের দুইপাশেই ছেপেছেন নোরার দুইটি ছবি। বলেন, নোরা ফাতেহিকে ঠিক কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। আমি যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নোরাকে হেলিকপ্টার গিফট করে বিবাহের প্রস্তাব দিতাম। নোরাকে সামনাসামনি দেখতে পাবেন এটাই জীবনের বড় পাওয়া- বলে মনে করেন এই তরুণ। বলিউড ‘আইটেম গার্ল’ খ্যাত নোরাকে দেখতে টিকিট কেটে এন্ট্রি পাস নিতে হয় দর্শক-ভক্তদের। ছিলেন দেশীয় তারকাদেরও বেশ কয়েকজন।

সাজিদ আরাফাত তিন বছর যাবৎ নোরাকে ইউটিউবে দেখেন। আজ সরাসরি দেখতে ঢাকার এই আয়োজনে আসেন। তিনি মনে করেন, নোরা ফাতেহিকে বাংলাদেশে আনতে যেই জটিলতা সৃষ্টি হয়েছে সেটা আগামীতে অন্য কোনো বিদেশি শিল্পীর ক্ষেত্রে হলে একটা বিরূপ প্রভাব পড়বে আমাদের দেশের চলচিত্র, শিল্পীদের। তবে নোরাকে দেখতে পাবেন বলতেই একগাল হাসি দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই নোরার হাত থেকে অ্যাওয়ার্ড নেবার কথা থাকলেও রাত ৯টার পর উপস্থিত হন নোরা ফাতেহি। এর আগে অনেকের হাতেই তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড। বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার অ্যাওয়ার্ড পেয়ে বলেন, এমন একটা আয়োজনে আমাকে মূল্যায়ন করায় সবার প্রতি কৃতজ্ঞ। খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে।

অনুষ্ঠানে ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা মূল্যে টিকিট বিক্রি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের একজন বলেন, আমরা টিকিটের যে মূল্য নির্ধারণ করেছিলাম সেটা খুব বেশি না। তবুও খুব বেশি বিক্রি হয়নি। অনেক টিকিট আমরা ফ্রি দিয়ে দিছি। ৮০০ জনের বসার ব্যবস্থা ছিলো বলে জানান তিনি। তবে অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা পরেও অনেক সিট খালি পড়ে থাকতে দেখা যায়।

মঞ্চে পূজা চেরিকে আমন্ত্রণ জানালে বলেন, নারীদের নিয়ে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। যারা পুরষ্কার পেয়েছেন তাদের প্রতি শুভকামনাও জানান তিনি।

সাবিলা নূর বলেন, আমি মারিয়া আপুকে যখন দেখি তখন ভাবি উনি একা কীভাবে এতো কিছু করছে নারীদের জন্য। তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য।

উইমেন লিডারশিপ করপোরেশনের কর্ণধার ইসরাত জাহান মারিয়া। তিনি গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড নামের এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন ২০১৯ সাল থেকে। নারী উদ্যোক্তা ও নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড দেয়া হয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের নারীরা বর্তমানে অনেক এগিয়ে যাচ্ছে। দিনে দিনে এটা আরো বাড়বে। তাদেরকে একটু হলেও উৎসাহ দেবে আমাদের এই আয়োজন, সেই চেষ্টাটাই করছি।

তিনি আরও বলেন, অনেক প্রতিকূলতার পরে অনুষ্ঠানটটি সফল করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানটি করার পেছনে মাননীয় তথ্যমন্ত্রী যেভাবে সহযোগিতা করেছেন সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এসময় তিনি দেশের সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকায় অনুষ্ঠান করে কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা নোরার, সেখানে থিম সংয়ে তার নাচার কথা রয়েছে। মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।

পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার। এর মধ্যে কাতার বিশ্বকাপের ‘থিম’ গানে নোরা ফতেহির সংযুক্তি তার কদর আরও বাড়িয়েছে। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’।

হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়লাম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স সবার চোখে 'সেরা'।

খালেদ / পোস্টকার্ড;