শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ডে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ডে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ডে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

ইমাম হোসেন ইমন, সীতাকুণ্ড ।।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী  জনাব জাহিদ মালেক (এম.পি) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন সারা দেশে  ৫০০ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন।

প্রত্যেক উপজেলা থেকে একটি করে মডেল নির্বাচিত হলেও সীতাকুণ্ডে দুইটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয়েছে। দুইটির উদ্বোধন একযোগে আজ( ১৭ অক্টোবর)  বিকাল ৪.০০ টায় বাড়বকুণ্ড মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ছাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: শাহাদাত হোসেন।

পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের।

এছাড়াও    এসএসিএমও নুরুল আহাদ, শ্রাবণী রায়, পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না, ইমা দেবী, পরিবার পরিকল্পনা পরিদর্শক আলতাফ হোসেন, জামশেদুর রহমান, হারুন উর রশিদ, কাজী তাজ উদ্দিন, তসলিম উদ্দিন, জাহেদ হাসান সুমন, পরিবার পরিকল্পনা সহকারী হিমানী প্রভা দেবী, সূচনা রানী দাশ, মিনতি নাথ, রুমা সাহা, ফারজানা আকতার, মিনা আকতার, বাড়বকুণ্ড ইউনিয়নের সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা  বাড়বকুণ্ড ও সোনাইছড়ি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ন্যায় অন্যান্য সকল পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নত করার ব্যাপারে তাগাদা দেন। এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের শতভাগ সততা ও স্বচ্চতার সাথে পরিবার পরিবার পরিকল্পনা কর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী আগামী দুইমাসের ভেতর সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে মডেল পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্পূর্ণ টাইলসকরণের আশ্বাস প্রদান করেন।  অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদে সকলকে সাথে নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এক পরিকল্পনা সভা হয়।

প্রধানখালেদ / পোস্টকার্ড ;