সীতাকুণ্ডে ডিসি পার্ক পরিদর্শনে ড. হাছান মাহমুদ
পোস্টকার্ড ডেস্ক।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্ক পরিদর্শনে এসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার সকাল ১১টায় ডিসি পার্ক পরিদর্শন করেন তিনি।
এ সময় পার্কটি পরিদর্শন শেষে নিজ হাতে পার্কে একটি গাছ রোপণ করেন হাছান মাহমুদ এবং এ ধরনের উদ্যোগ নিতে সব জেলার ডিসিদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, ১০ নং ছলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ প্রমুখ।
খালেদ / পোস্টকার্ড;