অভিভাবকদের অভিযোগ, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল

অভিভাবকদের অভিযোগ, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল
অভিভাবকদের অভিযোগ, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল

নিজস্ব প্রতিবেদক ।।

এসএসসির সদ্য প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুয়েকদিনের মধ্যে এ সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে।

বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসসি শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ৩২টি বিষয়ের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে সংক্ষিপ্ত সিলেবাসের খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীর জন্য এনসিটিবির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে অভিযোগ জানান অভিভাবকরা। ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে দেওয়া হলে চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের মাসতিনেক ক্লাস করিয়ে জুনে পরীক্ষা নেওয়া হবে। এ হিসাবে পরীক্ষার্থী সাপ্তাহিক দুদিনের ছুটি ও সরকারি ছুটি বাদ দিয়ে ৫০ থেকে সর্বোচ্চ ৬০ দিন ক্লাস করতে পারবে। পাঠ্যসূচি থেকে মাত্র ২০ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর বাকি ৭৫ শতাংশ পাঠ্যসূচির ওপর ক্লাস নিয়ে এর আলোকে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বিতর্ক ওঠে।

প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা সিলেবাসটি সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব নয় বলে তা পরিমার্জনে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরের ওই বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

গত সোমবার এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। এনসিটিবি এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ পাঠ্যসূচি তৈরি করে। এসব বিষয়ের মধ্যে রয়েছে- হিসাববিজ্ঞান, কৃষি, চারুকারু, বাংলা-১ম পত্র, বাংলা-২য় পত্র, বাংলাদেশ ও বিশ^পরিচয়, জীববিজ্ঞান, বৌদ্ধ ধর্ম, ব্যবসা উদ্যোগ, ক্যারিয়ার এডুকেশন, রসায়ন, খ্রিস্টান ধর্ম, অর্থনীতি, ইংরেজি-১ম পত্র, ইংরেজি-২য় পত্র, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিন্দু ধর্ম, ইতিহাস, গার্হস্থ্য বিজ্ঞান, আইসিটি, ইসলাম ও আদর্শ শিক্ষা, গণিত, শারীরিক শিক্ষা, পদার্থ বিজ্ঞান ও বিজ্ঞান বিষয় রয়েছে।