আইজিপি ও র‌্যাব প্রধান দায়িত্ব নিলেন

আইজিপি ও র‌্যাব প্রধান দায়িত্ব নিলেন
আইজিপি ও র‌্যাব প্রধান দায়িত্ব নিলেন

পোস্টকার্ড নিউজ ।।  
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নতুন আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় নতুন আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ ছাড়াও একই দিনে আনুষ্ঠানিকভাবে এলিটফোর্স র‌্যাবের ৯ম মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এ দিন সন্ধ্যায় পুলিশ ও র‌্যাব সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শুক্রবার বিকেলে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র‌্যাব মহাপরিচালক ছিলেন। তিনি বিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন। নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণের পরই ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর তিনি রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন ৩১তম আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহেলা গ্রামের জন্মগ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ১৯৮৯ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। পুলিশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম-বার) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। 

এছাড়া গতবছরের ১৮ অক্টোবর গ্রেড-১ পদমর্যাদা পান আবদুল্লাহ আল মামুন। কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদরদফতর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করার মাধ্যমে বিশ্ব শান্তিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে জানা যায়।

এদিকে র‌্যাব সদর দফতর জানিয়েছে, নবনিযুক্ত র‌্যাব মহাপরিচালক শুক্রবার কুর্মিটোলায় সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আগামীকাল সকাল পৌনে ১১টায় নতুন র‌্যাব ডিজি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এরপর আরও কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে। র‌্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এম খুরশীদ হোসেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুরশীদ হোসেনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

খালেদ/ পোস্টকার্ড