আজান নিয়ে নাদের খান দম্পতির আপত্তি, মহল্লায় তোলপাড়

আজান নিয়ে নাদের খান দম্পতির আপত্তি, মহল্লায় তোলপাড়
আজান নিয়ে নাদের খান দম্পতির আপত্তি, মহল্লায় তোলপাড়

পোস্টকার্ড নিউজ ।।

চট্টগ্রামের খুলশীতে একটি মসজিদের মাইকে উচ্চস্বরে আজানে আপত্তি জানিয়ে মহল্লা কমিটিকে নাদের খান দম্পত্তির চিঠি দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে। নগরীর পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সম্পাদক বরাবর চিঠি দেন চিটাগং ক্লাবের চেয়ারম্যান শিল্পপতি নাদের খান ও তার স্ত্রী হাসিনা খান। এই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে থানায় জিডি করেছেন পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির নেতারা।

এদিকে নাদের খান ও তার স্ত্রীর চিঠিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে খুলশি থানার পক্ষ থেকে শাহী জামে মসজিদ এলাকায় সভা করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. অহিদ চৌধুরী মুক্তি।

জানা গেছে, কিছু দিন ধরে ওই এলাকার প্রধান শাহী জামে মসজিদে আজানের সময় উচ্চস্বরে মাইক ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন শিল্পপতি নাদের খান। এতে কাজ না হওয়ায় ১৪ ডিসেম্বর পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের সম্পাদক বরাবর লিখিত একটি চিঠি পাঠান তিনি ও তার স্ত্রী।

চিঠিতে লিখেন, আপনার ও কমিটির অন্যান্য সদস্যের কাছে বারবার অনুরোধ করেও এই পর্যন্ত শোনার ও বোঝার চেষ্টা করছেন না যে, আমাদের এই এলাকায় একই সঙ্গে ৮-৯টি মসজিদ থেকে আজান শোনা যায়। অথচ আপনারা কেউ কেউ এ কথাও বলেছেন যে, আপনারা যেহেতু দূরে থাকেন, শোনার সুবিধার জন্য মাইকের আওয়াজ বাড়িয়ে রাখেন। চিঠিতে মসজিদের আজান মসজিদের ভেতরেই সীমাবদ্ধ রাখার অনুরোধ জানান তারা।

এদিকে এমন অভিযোগ করার কথা জানাজানি হওয়ার পরে পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সভাপতি আমির হোসেন খান এবং সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি এ নিয়ে খুলশী থানায় জিডি করেন। (জিডি নং-১১৬৫) । রোববার(১৮ ডিসেম্বর) দায়ের করা অভিযোগে।তাঁরা উল্লেখ করেন, এলাকাবাসী ও মসজিদের মুসল্লিগণ নাদের খাঁন ও তাঁর স্ত্রী হাসিনা খাঁনের ওপর খুবই ক্ষুদ্ধ ও ঘৃণা প্রকাশ করেন। অত্র এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজিত ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খালেদ / পোস্টকার্ড ;