আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী আর নেই

আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী আর নেই

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী আর নেই। আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, নঈমী হুজুরের রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানান তিনি। তার মৃত্যুতে একজন সর্বোচ্চ অভিভাবক হারিয়েছেন সুন্নি জনতা।

শোক বিবৃতিতে প্রখ্যাত আলেম ওলামারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের মূলধারার প্রচার প্রসারে ও দীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

আল্লামা নঈমীর ইন্তেকালে আরও বিবৃতি দিয়েছেন নায়েবে আ’লা হজরত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, আল্লামা আবদুল করীম সিরাজনগরী, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, আল্লামা আবুল কাশেম নুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এমএ মান্নান, মহাসচিব আল্লামা এমএ মতিন, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহ-সভাপতি মুহাম্মদ মহসীন, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুস শকুর নকশবন্দি, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভাণ্ডারী, সৈয়দ বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, শায়খ আল্লামা আবু সুফিয়ান খান আলকাদেরী, স উ ম আব্দুচ সামাদ, সৈয়দ মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, আল্লামা মাসউদ হোসাইন আলকাদেরী আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী, আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ ফিরোজ আলম খোকন, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মনছুর দৌলতী, সম্পাদক হাফেজ আহমদ আলকাদেরী, উত্তর জেলার সভাপতি মাওলানা কদম রসুলী, সম্পাদক এসএম ইয়াসিন হোসাইন হায়দারী, চট্টগ্রাম নগর দক্ষিণ সভাপতি মাওলানা এমএন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, শাহ্জাদা মাওলানা কাযী আবুল এরফান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, মাস্টার মুহাম্মদ ইছমাইল হোসেন, সলিমপুর গাউসিয়া কমিটির সাখাওয়াত হোসেন, তাওহীদুল আলম রিপন প্রমুখ।