ইকরিমিকরি’র ঘরবন্দীর শিশুদের মন ভালো করার উদ্যোগ "ঘরে থা‌কো, বে‌শি বে‌শি ছ‌বি আঁকো"

ইকরিমিকরি’র ঘরবন্দীর শিশুদের মন ভালো করার উদ্যোগ
ইকরিমিকরি’র ঘরবন্দীর শিশুদের মন ভালো করার উদ্যোগ

পোস্টকার্ড ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবাই এখন গৃহবন্দী। ঘরে থেকে বের হতে না পারাটা যেমন সবাইকেও মানসিকভাবে কষ্ট দিচ্ছে, তেমনি কষ্ট পাচ্ছে শিশুরাও। তাদের স্কুল বন্ধ, বন্ধুদের সঙ্গে দেখা নেই, কথা নেই, পড়াশোনা নেই, খেলতেও যাওয়া বারণ।

ঘরবন্দীর এই সময়ে শিশুদের মন ভালো করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে শিশুতোষ প্রকাশনী 'ইকরিমিকরি'।  

গৃহবন্দী সময়ে শিশুদেরকে  বাবা, মা, দাদা, দাদু, নানা, নানু, মামা, খালামণি, চাচা এবং ফুফু সহ অন্যান্য সদস্যদের যে কারো ছবি এঁকে পাঠানোর কথা বলেছে ইকরিমিকরি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, "আগামী ২৫ এপ্রিল ২০২০ এর মধ্যে Icche.ikrimikri@gmail.com ঠিকানায় ছবি পাঠানো যাবে।"

বিজ্ঞপ্তিতে তারা বলছে, আঁকা ছবির সঙ্গে দিতে হবে নিজের একটি ছবি, নাম, বয়স, স্কুল, শ্রেণি, অভিভাবকের নাম ও যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার।

এ বিষয়ে যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করতে চাইলে ইকরিমিকরির ফেসবুক পেইজে যেতে বা ০১৬১৭০৭২৩৭৩ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

ইকরিমিকরি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের 'ইচ্ছে বানাই' ও 'গল্প পড়ি, ছড়া লিখি'র আহ্বানে সাড়া দিয়ে নিজেদের লেখা গল্প, ছড়া ও মজার সব গল্প-ছড়া পড়ে অডিও ও ভিডিও পাঠিয়েছে অনেক শিশু। পড়ে শোনানো এসব গল্প আর ছড়ার অডিও, ভিডিওগুলোও প্রকাশ পাচ্ছে ইকরিমিকরির পেইজে। 

তারা আরও বলেছে, এদের মধ্যে উপহার পাবে ১০০ জন। কুরিয়ার খোলামাত্র শিশুরা পেয়ে যাবে উপহার ও সনদপত্র। এছাড়া এখান থেকে বেশকিছু লেখা ভবিষ্যতে ইকরিমিকরি মাসিক পত্রিকায় ছাপা হবে।