ইস্পাহানী আদর্শ হাইস্কুলে বিজ্ঞান মেলা ও বসন্ত উৎসব

ইস্পাহানী আদর্শ হাইস্কুলে বিজ্ঞান মেলা ও বসন্ত উৎসব
ইস্পাহানী আদর্শ হাইস্কুলে বিজ্ঞান মেলা ও বসন্ত উৎসব

শেখ আবরার খালেদ সাদী ।। 

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আব্দুল আলীম বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বৈজ্ঞানিক উদ্ভাবনীকে অনুপ্রেরণা দিতে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। 

আমি হব বিজ্ঞানী এই স্লোগানে গত বুধবার ইস্পাহানী আদর্শ হাইস্কুল মাঠে বিজ্ঞান মেলা ও বসন্ত উৎসবে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাহাড়তলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আরেফিন।

স্কুলের প্রধান শিক্ষক নারগিস আক্তারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সিজেএসসিএল'র জেনারেল ম্যানেজার সাহাবুদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুহাম্মদ সাইফুল আলম ও শামসুন্নাহার জিনিয়া।

খালেদ / পোস্টকার্ড;