এনজিও থেকে লোন নিয়ে ক্রয় করা গরু চুরি, থামছেনা সীতাকুণ্ডের ইসমাইলের কান্না

এনজিও থেকে লোন নিয়ে ক্রয় করা গরু চুরি, থামছেনা সীতাকুণ্ডের ইসমাইলের কান্না
এনজিও থেকে লোন নিয়ে ক্রয় করা গরু চুরি, থামছেনা সীতাকুণ্ডের ইসমাইলের কান্না

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুন্ডের বাড়বকুন্ড নতুনপাড়া গ্রামের হত দরিদ্র মোঃ ইসমাইল।দিন মজুরী করে সংসার চলে তার। কাজ থাকলে খাবার জুটে, কাজ না থাকলে প্রায় উপুস থাকতে হয়। ভাগ্য পরিবর্তন করতে তিনি স্ত্রী কে দিয়ে একটি এনজিও থেকে লোন নিয়ে দুইটি গরু কিনে লালন পালন করে আসছেন নিজের সন্তানদের মতো। গরু গুলোএ বেশ নাদুস নুদুস হয়ে উঠে। বর্তমান বাজার  মূল্য প্রায় পোনে দুই লাখ হবে।

ইসমাইল জানান, প্রতিদিনের মতো রবিবার ( ১৬ অক্টোবর ) রাতে গরু গোয়াল ঘরে বেধে খাবার পানি দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গরুগুণো গোলাল ঘরে নেই। শুরু হয় চারিপাশে খুঁজাখুঁজি। কোথাও পাওয়া যায়নি। এর পর থেকেই ইসমাইলের কান্না আর থামছেনা। তার একটাই কথা এনজিও/ ব্যাংকের লোন কিভাবে শোধ করবেন তিনি।কোন শান্তনাই তাকে বুঝানো যাচ্ছেনা।

সীতাকুন্ডের বিভিন্নস্থানে প্রায়ই গরু চুরির খবর পাওয়া যায়। গৃহস্থের প্রান হলো গরু। আর তা চুরি হলে নিঃস্ব হয়ে যায় পরিবারটি।ইসমাইল তার চুরি হওয়া গরু উদ্ধার করতে পুলিশ প্রশাসনের সহযোগীতা চান।

খালেদ /পোস্টকার্ড;