এবিএম আবুল কাসেম ছিলেন রাজনীতির পাঠশালার শিক্ষক : মৃত্যুবার্ষিকীতে বক্তারা

এবিএম আবুল কাসেম ছিলেন রাজনীতির পাঠশালার শিক্ষক : মৃত্যুবার্ষিকীতে বক্তারা
আবুল কাসেম ছিলেন রাজনীতির পাঠশালার শিক্ষক : মৃত্যুবার্ষিকীতে বক্তারা

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডের সাবেক এমপি বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি আবুল কাসেম মাস্টার ৭ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর কবরে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সকালে একে একে কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পিপি এড. ফখরুদ্দীন চৌধুরী, গোলাম রব্বানী, এ কে এম জাফরউল্লাহ, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্লাহ মিয়াজি, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, নাজিম উদ্দীন, সালাহউদ্দিন আজিজ, কৃষক লীগ নেতা ইঞ্জিনিয়ার আজিজুল হক, এডভোকেট ভবতোষ নাথ, সাঈদ মিয়া, কাজী গোলাম মহিউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সীতাকুণ্ডে গণ মানুষের নেতা ছিলেন সাবেক এমপি এবিএম আবুল কাসেম। তিনি ছিলেন রাজনীতির পাঠশালার শিক্ষক। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক ছিলেন। তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

খালেদ / পোস্টকার্ড ;