কক্সবাজারে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের স্রোত

কক্সবাজারে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের স্রোত
কক্সবাজারে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের স্রোত

আলমগীর হোসেন, কক্সবাজার ।।

আজ (৭ ডিসেম্বর বুধবার) দীর্ঘ ছয় বছর পর এক দিনের সফরে কক্সবাজারে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যাচ্ছেন শহরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তাদের মিছিল স্লোগানে মুখর সড়ক-মহাসড়ক।  

বুধবার সকালে সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। পরে দুপুরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, সকাল থেকেই লাবণী পয়েন্ট শেখ কামাল স্টেডিয়ামের মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে এক দিন আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কক্সবাজার শহরে জড়ো হতে শুরু করেন। আগের দিন মঙ্গলবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের আসতে দেখা গেছে। তাদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো কক্সবাজার শহর।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাফর বলেন, প্রধানমন্ত্রীর এবারের জনসভা হবে স্মরণকালের ঐতিহাসিক জনসভা। এই জনসভা শুধু স্টেডিয়ামেই হবে না, গোটা কক্সবাজার শহরে ছড়িয়ে যাবে।

খালেদ / পোস্টকার্ড ;