কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চট্টগ্রামের ডাক্তার, নার্সদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন সাবেক মেয়র মনজুর আলম

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চট্টগ্রামের ডাক্তার, নার্সদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন সাবেক মেয়র মনজুর আলম

মোহাম্মদ আলাউদ্দীন।।

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এ￰ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত সকল ডাক্তার , নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছে ।

১২ এপ্রিল দুপুর বারোটায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর পক্ষে হাসপাতালের ডিপুটি ডিরেক্টর ডাঃঅসীম কুমার নাথ ও সিনিয়র কনসালটেন্ট ডাঃআবুল হাশেমের নিকট খাদ্য সামগ্রী তুলে দেন মোস্তফা হাকিম পরিবারের সদস্য ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, মোঃসারওয়ার আলম, মোঃসাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার চৌধুরী।

ডাঃমেসবাহ উদ্দিন তুহিন বলেন কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে আমাদের ডাক্তাররা।এই সংকটময় পরিস্থিতিতে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ডাক্তারদের সারাদিনের খাবারের ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনজুর আলমের পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর করেছি।ইনশাআল্লাহ ভবিষ্যতেও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পাশে থাকবে।

তিনি বলেন করোনা প্রতিরোধে আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।আপনার যদি সামর্থ থাকে অন্তত দুইজন মানুষকে হলেও সাহায্য করুন।