করোনাকালীন পরিস্থিতিতে ১৭শ লাশ দাফন-কাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটি

করোনাকালীন পরিস্থিতিতে ১৭শ লাশ দাফন-কাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটি

পোস্টকার্ড ডেস্ক ।।

২০২০ সাল কালের গর্বে হারিয়ে যাবে । বিশ সালে করোনায় বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থায় এক দুর্যোগকাল অতিক্রম করেছে। নিজেদের পরমাত্মীয়ের শেষ বিদায়ে মানুষ মানুষের পাশে দাঁড়াতে সাহস করেনি। এ সময় গাউসিয়া কমিটি দুঃসাহসিক অভিযাত্রি হয়ে করোনায় আক্রান্ত রোগিদের সেবা ও মৃতদের দাফন, কাফন, গোসল ও সৎকারে এগিয়ে এসেছে, যা বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও প্রশংসিত হয়েছে।

করোনাকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ গত ২৯ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে ১৩৬২ জনসহ সারাদেশে ১৭১৬ জনকে দাফন সহায়তা দিয়েছে। এর পাশাপাশি সনাতন হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী সৎকার সহায়তা দিল ২৫ জনকে। বিশেষত, দাফন ও সৎকারে মুক্তিযোদ্ধা রয়েছে অন্তত ৩০ জন।

২৮ ডিসেম্বর দাফন করা হয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা চান্দগাঁর মুসা কলিমুল্লাহ এবং সাবেক এমপি মরহুম মঈনুদ্দিন আহমদ খাঁনের ছোট ভাই মনির আহমদ খাঁন কে। সমপ্রতি সৎকার করা হয় লায়ন বীর মুক্তিযোদ্ধা ও কুণ্ডশ্বরের অন্যতম পৃষ্ঠপোষক প্রফুল্ল রঞ্জন সিংহ, শিক্ষাবিদ অসিত কুমার লালা সহ মোট ২৫ জনকে। এর সাথে সেবা দেয়া হচ্ছে এ্যাম্বুলেন্স, অক্সিজেন, ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা সংগ্রহ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম। প্রেস বিজ্ঞপ্তি।