করোনায় মারা গেলেন চট্টগ্রামের চিকিৎসক ডা. দিনার জেবিন

করোনায় মারা গেলেন চট্টগ্রামের চিকিৎসক ডা. দিনার জেবিন
ডা.দিনার জেবিন ।

বিশেষ প্রতিবেদক।।

প্রাণঘাতী মহামারী করোনায় চট্টগ্রামের ডা. দিনার জেবিন (৩৫) নামের এক নারী চিকিৎসক গর্ভের সন্তানসহ মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।

শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  একই সঙ্গে মারা যান তার গর্ভের সন্তানও।

চিকিৎসক জেবিন রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়ন শেষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেব কর্মরত ছিলেন।

জানা গেছে, দুই সপ্তাহ আগে চিকিৎসক জেবিনের করোনা ধরা পড়ে। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন তিনি।

করোনায় চিকিৎসক জেবিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন প্লাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির ‘কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসক’ সেলের সমন্বয়ক ওয়াসিফ হোসেন।

জেবিনসহ করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কিংবা ভাইরাস পরবর্তী জটিলতায় দেশে এ পর্যন্ত ২১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মােরশেদ হােসেন, ট্রেজারার রেজাউল করিম আজাদ এবং দাতা সদস্য ও করোনা ম্যানেজমেন্ট সেলের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. দিনার জেবিন এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা জেবিনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।