কাল থেকে শুরু চট্টগ্রামের ১০ সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, কোন স্কুলে কত আসন

কাল থেকে শুরু চট্টগ্রামের ১০ সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, কোন স্কুলে কত আসন
কাল থেকে শুরু চট্টগ্রামের ১০ সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, কোন স্কুলে কত আসন

শিক্ষাঙ্গন ডেস্ক ।।

চট্টগ্রামের ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। বিগত দুুই বছরের ন্যায় এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি ও ১৩ ডিসেম্বর বেসরকারি স্কুলে ভর্তির লটারি সম্পন্ন হবে। ১১০ টাকা ভর্তির আবেদন ফি দিয়ে অনলাইনের (https://gsa.teletalk.com.bd) এই ঠিকানার মাধ্যমে ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তির নিয়ম ও আবেদন প্রক্রিয়া তুলে ধরে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সরকারি স্কুলে ভর্তির আবেদন যেভাবে :

সরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ৩টি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এছাড়া সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের জন্য থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবেন। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

বেসরকারি স্কুলে ভর্তির আবেদন যেভাবে :

বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ ৩টি থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়াও প্রার্থীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দ ক্রমের বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

আবেদন ফরম পূরণ যেভাবে :

নির্ধারিত ওয়েবসাইটে (gsa.teletalk.com.bd) প্রবেশ করে সরকারি-বেসরকারি স্কুলের ভর্তির অনলাইন আবেদন করা যাবে। পরে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে। অনলাইনে আবেদন সাবমিট করলে প্রার্থীরা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএসে ফি দেয়া যাবে। ৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। অনলাইন লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি নির্ধারণ করা হয়েছে।

শূন্য আসন সংখ্যা

তথ্যমতে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে মোট শূন্য আসন ৫১৪টি, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৭৫টি, গভ. মুসলিম হাইস্কুলে ৪৭৯টি, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৪৭টি, নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪৭২টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৩৫টি আসন খালি রয়েছে।

একইভাবে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৩৮টি, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯৯টি, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বালক ও বালিকা শাখায় ৪৯৯টি এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৬০টি করে আসন শূন্য রয়েছে।

এদিকে, ৩ হাজার ৯১৮টি শূন্য আসনের মধ্যে পঞ্চম শ্রেণির জন্য আসন রয়েছে ২০৭৬টি, ৬ষ্ঠ শ্রেণির ৮০৩টি, সপ্তম শ্রেণির ১৪৫টি, অষ্টম শ্রেণির ১৬৯টি এবং নবম শ্রেণির আসন রয়েছে ৭২৫টি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন বলেন, নগরের ১০ সরকারি বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণিতে প্রায় চার হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের স্কুল বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২৩ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।'

কোন স্কুলে কত আসন:

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ৩১৪টি, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৪০টি করে মোট ১২০টি এবং নবম শ্রেণিতে ৮০টি আসন খালি রয়েছে।

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ৩১৬টি ও নবম শ্রেণিতে ১৫৯টি আসন খালি রয়েছে।

গভ. মুসলিম হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ১৫৯টি, ষষ্ঠ শ্রেণিতে ১৬০, ও নবম শ্রেণিতে ১৬০টি আসন খালি রয়েছে।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৩১৭টি, ষষ্ঠ শ্রেণিতে ২০টি, সপ্তম শ্রেণিতে ১০টি আসন রয়েছে।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১৫৬টি, ষষ্ঠ শ্রেণিতে ১৫৬টি, অষ্টম শ্রেণিতে ৪০টি ও নবম শ্রেণিতে ১২০টি আসন রয়েছে।

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১৫৫টি, ষষ্ঠ শ্রেণিতে ১৬০টি, এবং নবম শ্রেণিতে ২০টি আসন রয়েছে।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) পঞ্চম শ্রেণিতে বালক ৭৯ ও বালিকা ৮০, ষষ্ঠ শ্রেণিতে বালক ও বালিকা ৮০টি করে মোট ১৬০টি, সপ্তম শ্রেণিতে বালক ২০টি ও বালিকা ৩০টি করে মোট ৫০টি আসন খালি। অষ্টম শ্রেণিতে বালক ও বালিকা ১৫টি করে মোট ৩০টি আসন, এবং নবম শ্রেণিতে বালক বালিকা মিলে ১০০টি আসন রয়েছে।

সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রাত বিভাগে ১৫৮টি, দিবা শাখায় ১৬০টি। ষষ্ঠ শ্রেণির প্রাত বিভাগে ৪০টি, দিবা শাখায় ৪০টি। সপ্তম শ্রেণির দিবা শাখায় ৪০টি, অষ্টম শ্রেণির প্রাত ও দিবা শাখায় ২৫টি করে মোট ৫০টি আসন খালি রয়েছে। একইভাবে নবম শ্রেণিতে ৫০টি আসন খালি রয়েছে।

হাজী মুহা. মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১৫৯টি, ষষ্ঠ শ্রেণিতে ২০টি, সপ্তম অষ্টমে কোন সিট খালি নেই। নবমের প্রাত বিভাগে কোন সিট খালি না থাকলেও দিবার বিজ্ঞান বিভাগে ২০টি আসন খালি রয়েছে।

চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে ২৩টি, ষষ্ঠ শ্রেণিতে ৭টি , সপ্তম শ্রেণিতে ৫টি, অষ্টম শ্রেণিতে ৯টি এবং নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় ১৬টি আসন রয়েছে।

এদিকে, এবারও স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেওয়া যাবে। এছাড়াও অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের Secondary circular/order এবং টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।

খালেদ / পোস্টকার্ড ;