চট্টগ্রাম টেস্ট : খেলা শুরু হতেই আবারো বৃষ্টির বাধা

ক্রীড়া প্রতিবেদক ।।

চট্টগ্রাম টেস্ট :  খেলা শুরু হতেই আবারো বৃষ্টির বাধা
চট্টগ্রাম টেস্ট : খেলা শুরু হতেই আবারো বৃষ্টির বাধা

বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টে হারতে বসা ম্যাচ ড্র করে বসার আশায় ছিল টাইগাররা। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর মাঠের আউটফিল্ড শুকিয়ে যাওয়ায় পঞ্চম দিনের খেলা মাঠে গড়িয়েছিল। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বল মাঠে গড়ায়। তবে মাত্র ১৩ বল মাঠে গড়ানোর পর আবারো বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি নামার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান। সাকিব আল হাসান ৪৪ এবং সৌম্য সরকার ২ রানে অপরাজিত আছেন। 

আবহাওয়ার পূর্বাভাস বলেছে, চট্টগ্রামে আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটি হলে আফগানিস্তানের কাছে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে বেঁচে যাবে বাংলাদেশ দল। 

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৯৮ রান। জয়ের জন্য এখনো তাদের দরকার ২৫৫ রান, হাতে আছে মাত্র ৪ উইকেট।