চট্টগ্রামের ডবলমুরিং থানার বংশাল পাড়ায় অস্ত্রের  কারখানার সন্ধান

চট্টগ্রামের ডবলমুরিং থানার বংশাল পাড়ায় অস্ত্রের  কারখানার সন্ধান
চট্টগ্রামে ডবলমুরিং থানার বংশাল পাড়ায় অস্ত্রের  কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক ।।  

চট্টগ্রামের ডবলমুরিং থানার বংশাল পাড়ার একটি বাড়ির ছাদে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে একটি গুলির শব্দ শুনে তার উৎস খুঁজতে গিয়ে বের হয়ে আসে এই কারখানা।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুক-উল আলম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাঠানটুলী বংশাল পাড়ায় একটি গুলির শব্দ শুনে এলাকাবাসী পুলিশকে জানায়। ডবলমুরিং থানার ওসি মুহাম্মদ মহসীনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে গুলির উৎসের খবর পেয়ে গফুর খান সওদাগরের বাড়ির ছাদে অস্ত্রের কারখানাটি খুঁজে পায়। ছাদে কবুতরের ঘরের ভেতরে ছিল এই কারখানা। এর মালিক নিজাম খান নামে এক ব্যক্তি। চসিক নির্বাচনে 

ভোট নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শাহ আলম নামে একজনকে গুলি করে নিজাম। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ নিয়ে শোরগোল শুরু হলে নিজাম পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মেহেরুন্নেসা মুক্তা নামে এক মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ২টি দেশি আগ্নেয়াস্ত্র, ১টি এয়ারগান, অস্ত্র তৈরির ডায়াগ্রাম, লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে নিজাম একজন পেশাদার অপরাধী। তাকে গ্রেফতার করা গেলে জানা যাবে সে এখানে অস্ত্র তৈরি করে কোথায় কাদের কাছে বিক্রি করত।