বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মমতা’র ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মমতা’র ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় শোক দিবসে মমতার দোয়া মাহফিল

কামরুন নাহার পারভীন ।।  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ১৫ই আগস্ট (শনিবার) মমতা’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যর প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আযহারী।

এছাড়াও দোয়া মাহফিলে মমতা পরিবারের সকল সদস্যর সুস্থতা কামনা ও মমতার সকল কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমখানায় মমতার পক্ষে খাবার বিতরণ করা হয়।

অপরদিকে একইদিন সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মমতা’র এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মমতার কার্যকরী পরিষদের সদস্য হুমায়ুন কবীরের কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ সাবিহা নাহার বেগম। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মমতার কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ, উন্নয়ন পরিষদ ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ মমতার অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক।