জামিন মেলেনি পারভেজ উদ্দিন সান্টুর

জামিন মেলেনি পারভেজ উদ্দিন সান্টুর
পারভেজ উদ্দিন সান্টু

বিশেষ প্রতিবেদক ।।      

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় কারখানা পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর জামিন মেলেনি। 

এর আগে রবিবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে নিয়ে আসা হয়। 

এসময় তার আইনজীবী এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জামিন আবেদনের শুনানি করেন।

তবে পারভেজ উদ্দিন সান্টুর জামিন হয়নি৷ তার আইনজীবী এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, আমি জামিন আবেদন করেছি। কিন্তু আবেদন মঞ্জুর হয়নি।

সান্টুর ব্যক্তিগত সচিব মিঠু বলেন, সান্টু সাহেবের জামিন হয়নি। বিষয়টি নিয়ে বুধবার পুনরায় শুনানি হবে বলে জেনেছি।

জানা যায়, মামলার বাদী রোকেয়া বেগমও ওনার জামিনের পক্ষে মতামত দিয়েছেন। তাছাড়া মামলার ধারাগুলো জামিনযোগ্য। পুলিশ ১ দিনের রিমান্ডে নেয়ার পর ওনার কাছ থেকে সন্তোষজনক জবাব পেয়েছেন বলেও প্রতিবেদন দিয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। দায়িত্বে অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগ এনে ঘটনার ৫৫ ঘণ্টা পর গত শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন বিস্ফোরণে নিহত শ্রমিক আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়। 

শিল্প পুলিশ বিস্ফোরণের ঘটনায় যে মামলায় তাকে আদালতে নিয়েছে ওই মামলার বাদীসহ অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাতজনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা করে দেয়া হয়েছে।

সরকারি নিয়ম অনুসারে দুর্ঘটনায় নিহত শ্রমিকরা ক্ষতিপূরণ দুই লক্ষ টাকা পাওয়ার নীতিমালা থাকলেও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে মালিকপক্ষ ১০ লক্ষ টাকা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন।

অন্যদিকে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ৯ সুপারিশসহ জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।

গত মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এ প্রতিবেদন দাখিল করেন।

খালেদ / পোস্টকার্ড ;