দর্শকের প্রত্যাশা অনেক, দর্শক কি দেখতে চায় সেদিকে আমি সচেতন : সালমান খান

দর্শকের প্রত্যাশা অনেক, দর্শক কি দেখতে চায় সেদিকে আমি সচেতন : সালমান খান
আমি দর্শক কি দেখতে চায় সেদিকে সচেতন : সালমান খান

পোস্টকার্ড ( বিনোদন) ডেস্ক ।।

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে বলিউডের আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’ ছবির তৃতীয় কিস্তি । বলিউডের মেগাস্টার সালমান খানকে আরেকবার চুলবুল পান্ডে চরিত্রে দেখতে পাবে দর্শক। ৯ বছর ধরে তাকে ‘চুলবুল পান্ডে’ ডাকছে দর্শক।

সালমানের মতে, এমন চরিত্রে অভিনয় করা সহজ নয়। এসব চরিত্রের প্রতি দর্শকের প্রত্যাশা অনেক থাকে, সবসময় তা মেটানো সম্ভব হয় না। সালমান বলেন, কাজ শেষে বাসায় যাওয়ার সময় চরিত্রটির ২৫ ভাগ নিয়ে যাই। গত ৯ বছর ধরে এ চরিত্রটির প্রতি দর্শকের ভালোবাসা দেখছি। মানুষ জানতে চায় চুলবুলের শিকড় কোথায়। কীভাবে একজন সাধারণ মানুষ চুলবুল পান্ডে হয়ে উঠল।

‘দাবাং-৩’ ছবিতে চুলবুলের অতীত পর্দায় দেখবে দর্শক। প্রভুদেবা ফিরছেন পরিচালক হিসেবে। রাজ্জো চরিত্রে ধরা দিচ্ছেন সোনাক্ষী সিনহা। মহেশ মাঞ্জরেকারের মেয়ে সাই মাঞ্জরেকারের ডেব্যু হচ্ছে সালমানের বিপরীতে, তরুণ চুলবুলের প্রেমিকা চরিত্রে থাকছেন তিনি। চারটি ভাষায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। পাইরেসির বিপক্ষে সালমানের এই বুদ্ধি। সালমানের মতে, পাইরেসি তার ছবির ক্ষতি করতে পারবে না। ছবির কন্টেন্ট ভালো হলে ভাষা বা কালচার কোনো সমস্যা হয় না। তার বিশ্বাস ভক্তরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবে। গত কয়েক বছরে ব্লকবাস্টার ছবি উপহার দিতে না পারলেও সালমানের স্টারডম কমছে না, দিন দিন বাড়ছে।

সালমান বলেন, দর্শক কি দেখতে চায় সেদিকে আমি সচেতন। শুরুর দিকে যেমন পরিশ্রম করতাম এখনও তেমন করি, তবে সঙ্গে যোগ হয়েছে অভিজ্ঞতা। নতুনদের সঙ্গে একটা প্রতিযোগিতা থাকছেই, কিন্তু তা সঠিক পথে।

‘দাবাং-৩’-এর পর সালমানের ‘রাধে’ আসবে আগামী রোজার ঈদে। ছবিটি নিয়ে এখনই দর্শকদের আলোচনা শুরু হয়ে গেছে। পাশাপাশি বিগ বসের ১৩ নম্বর সিজন নিয়েও আলোচনায় আছেন তিনি। চলছে তার বিইং হিউম্যান। এ বিষয়ে সালমান বলেন, বিইং হিউম্যান আমাকে পাল্টে দিয়েছে। যতটুকু সম্ভব আমার চারপাশে সাহায্যের হাত বাড়িয়ে দেব। ভবিষ্যৎ নিয়ে সালমানের কোনো পরিকল্পনা নেই। তার মতে, কোনো পরিকল্পনা নেই, মন যা চাই সেভাবেই চলব।