দেশে ঢুকতে পারবে না করোনা মুক্তির সনদ ছাড়া ৪ দেশের যাত্রী

দেশে ঢুকতে পারবে না করোনা মুক্তির সনদ ছাড়া ৪ দেশের যাত্রী
দেশে ঢুকতে পারবে না করোনা মুক্তির সনদ ছাড়া ৪ দেশের যাত্রী

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাস মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে ঢুকতে পারবেন না ৪ দেশের যাত্রীরা। দেশগুলো হলো— ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েত।

বুধবার (০৪ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছে আইইডিসিআর। নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক জানান, যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০২ জনে। এর মধ্যে শুধু চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯৮১ জন। চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৭০।

বিশ্বে এ সংখ্যা ৯৩ হাজার ১৫৮। বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। ৫০ হাজার ৬৯১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

চীনের পর সবচে বেশি মৃত্যু ইরানে। এরপরের স্থানে রয়েছে ইতালি। ইরানে এখন পর্যন্ত করোনায় অন্তত ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৬। আর ইতালিতে ২ হাজার ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫২ জন।

তবে আক্রান্তের দিক দিয়ে চীনের পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩১ জন।

করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ইরান, ইতালি ও তাইওয়ান অন্যতম।