দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ২০২০ সম্পন্ন

দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ২০২০ সম্পন্ন

মোহাম্মদ আলাউদ্দীন ।।

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ২০২০অনুষ্ঠিত হয়। আজ ১১ই জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাশরিফা ফুড-প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার জনাব হাসান জিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার (সনি) এম.পি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃগিয়াস উদ্দিন, বিজয় উৎসবের আহ্বায়ক আসিফ মাহমুদ ও দিশারী ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি লিও আরাফাত ইলাহীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিশারি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

বাংলাদেশের ডিপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ লেবার ফেডারেশন  চট্টগ্রাম  মহানগর সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ক্যাব আকবরশাহ থানার সভাপতি লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, মাহিরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান লায়ন আবদুল মান্নান, আইআইইউসি ল'এ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল ট্রেজারার লায়ন রোকসানা মাহবুবা ও মাশরিফা ফুড প্রোডাক্টস এর চীফ এডিমন অফিসার মোসলেহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের অভিভাবকদের মনে রাখতে হবে সন্তানকে সুন্দর জীবন উপভোগে সজাগ থাকতে হবে।সন্তানকে অস্বাভাবিক প্রতিযোগিতায় লিপ্ত করা অনুচিত। আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র একাডেমিক শিক্ষা অর্জন করলে হবে না জ্ঞান-বিজ্ঞানের সাথে তালমিলিয়ে এগিয়ে চলতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মায়েদেরকে টিভি সিরিয়াল না দেখে সন্তানদের নৈতিক ও আদর্শিক শিক্ষার দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে ৩ জন, মাধ্যমিক পর্যায়ে ৩ জন এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ১৬ জন ও মাধ্যমিক পর্যায়ে ১৬ জনকে পুরস্কৃিত করা হয়।

বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। বিজয় উৎসব ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহযোগিতা করেন সীতাকুণ্ডের অন্যতম সামাজিক সংগঠন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন,প্রথম প্রহর ফাউন্ডেশন, লিও ক্লাব অব চিটাগাং, সীতাকুণ্ড, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিশারী সীতাকুণ্ড শাখার আহ্বায়ক ও বিশিষ্ট ব্যাংকার মাসুদ রানা,প্রথম প্রহর ফাউন্ডেশনের সভাপতি জিল্লুর রহমান শিবলী,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম কে মনির, দিশারির সদস্য রণি,আপেল মাহমুদ, প্রমুখ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল, লিও ক্লাব অব চিটাগাং, লিও ক্লাব অব চিটাগাং মহানগর, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুুুুণ্ড  ৫০০ শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় ও ৩০০ রোগীকে ডাইবেটিস পরিক্ষা করা হয়।