ধর্ষণ মামলায় সীতাকুণ্ডের ইউপি সদস্য গ্রেপ্তার

ধর্ষণ মামলায় সীতাকুণ্ডের ইউপি সদস্য গ্রেপ্তার
ধর্ষণ মামলায় সীতাকুণ্ডের ইউপি সদস্য গ্রেপ্তার

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে একাধিকবার ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী প্রকাশ রবিন (৩৫) মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন সোনাইছড়ি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার কেশবপুর গ্রামের সুলতান আহমদ চৌধুরী বাড়ির আবদুল হালিম চৌধুরীর ছেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ছোট দারোগারহাটের তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত ইনফিনিয়া লিমিটেড নামক কারখানার এক নারী শ্রমিক ও তার স্বামী গত শনিবার রাতে কর্মস্থলে যাবার পথে ওই এলাকার ইউপি সদস্য রবিন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে রবিন তার সঙ্গীদের সহযোগিতায় ওই নারী ও তার স্বামীকে একটি ভাড়া ঘরের দিকে নিয়ে যায়। পরে তার স্বামীকে মারধর করে দূরে নিয়ে বেঁধে রাখে এবং ওই ভাড়া ঘরে নারী শ্রমিককে নিয়ে একাধিক বার ধর্ষণ করে রবিন। এ সময় ভুক্তভোগীর সাথে থাকা অলঙ্কারও লুটে নেয় রবিন। সুযোগ পেয়ে ওই নারী ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চাইলে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগে রবিন ও তার দলবল পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী রবিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করলে পুলিশ রবিনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, একজন ইউপি সদস্য হয়ে তিনি মহিলাকে রক্ষার পরিবর্তে নিজেই তুলে নিয়ে ধর্ষণ করেছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এ ঘটনা শোনার পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য সোর্স নিয়োগ করি। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ছোটদারোগারহাট লালানগরের এক আত্নীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;