প্রাণঘাতী করোনা আতঙ্কে আমিরাতে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনা আতঙ্কে আমিরাতে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম । যা চীনের উহান প্রদেশ থেকে বিশ্ব জুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। যাতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩ হাজার ১৭৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৬০ জন। এমন পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করছে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার। কিন্তু এখনও পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।

এদিকে, করোনা আতঙ্কে পূর্ব সতর্কতা হিসেবে আগামী রোববার থেকে ৪ সপ্তাহের জন্য সব স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৪ মার্চ) এ ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে আগেভাগেই এবার বসন্তকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। তা শুরু হবে ৮ই মার্চ, রোববার থেকে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধী ও পূর্ব সতর্কতামুলক এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর উদ্দেশ্য করোনা সংক্রমণ হ্রাস করা। এর ফলে স্কুল ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোববার থেকে চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। সারোদেশে সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে এই নির্দেশ কার্যকর হবে।