ফোনে স্বাস্থ্যসেবা, লকডাউন ঘরে পৌঁছে যাবে করোনা আক্রান্তদের ওষুধ - ডা. তুহিনের নতুন ধারণা

ফোনে স্বাস্থ্যসেবা, লকডাউন ঘরে পৌঁছে যাবে করোনা আক্রান্তদের ওষুধ  - ডা. তুহিনের নতুন ধারণা

নিজস্ব প্রতিবেদক ।।

প্রাণঘাতী করোনা ফুড ব্যাংক চালুর পর এবার করোনা মেডিসিন ব্যাংক চালু করলেন তরুণ সমাজসেবী ডা. মেসবাহ উদ্দিন তুহিন।

সম্প্রতি কাট্টলী এলাকায় কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এনে তা কেনা দামেই বিক্রি করে আলোচনায় আসেন নগরীর পাহাড়তলী এলাকার আল আমীন হাসপাতালের এ চিকিৎসক। করোনা ফুড ব্যাংক নামে হালিশহর-কাট্টলী এলাকার কয়েকটি স্পটে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য প্রতিদিন পরিচালিত হয় তাঁর এ সবজি কার্যক্রম। করোনা ফুড ব্যাংক বেশ জনপ্রিয়তা পাওয়ার পর এবার তিনি নিয়ে এলেন করোনা মেডিসিন ব্যাংক নামে নতুন এক ধারণা।

নতুন এ উদ্যোগ সম্পর্কে ডা. মেসবাহ উদ্দিন তুহিন বলেন, আমরা সবাই জানি করোনার সংক্রমণ না হওয়ার জন্য কাট্টলীর প্রায় সবগুলো ডাক্তারের চেম্বার বন্ধ। সংক্রমণ রোধে উনারা রোগী দেখা বন্ধ রেখেছেন। কিন্তু এতে করে সাধারণ রোগীরা পড়েছেন বিপাকে। তারা তাদের সাধারণ চিকিৎসার জন্যই ডাক্তারের শরণাপন্ন হতে পারছেন না। এই সমস্যা মোকাবিলায় কাজ করবে করোনা মেডিসিন ব্যাংক। এই ব্যাংক থেকে যে কেউ সরাসরি ডাক্তারের সাথে কথা বলে নিজের সমস্যা জানিয়ে চিকিৎসা নিতে পারবেন। কাট্টলী এলাকায় করোনা আক্রান্তের কারণে যেসব বাড়ি লকডাউনে আছে, সেসব বাড়িতে প্রয়োজনে জরুরি ওষুধ সরবারাহ করবে আমাদের স্বেচ্ছাসেবীরা।

এছাড়া লকডাউনকৃত বাড়িতে জরুরি ঔষধ সরঞ্জামাদির প্রয়োজনে কেউ ফোন করলে মেডিসিন ব্যাংকের স্বেচ্ছাসেবকরা গিয়ে তা পৌঁছে দেবেন। জানা যায়, ফোনে ডাক্তারি পরামর্শ দেবেন আল-আমিন হাসপাতাল লিমিটেডের পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিন (০১৮১৯৩৭৮৩৮৩) ১টা থেকে ৫টা পর্যন্ত) এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার আচার্য (০১৮১৭৭২১২৩৩)।

ডা. তুহিন জানান, তাঁকে এ কাজে সহযোগিতা করছে একদল তরুণ স্বেচ্ছাসেবী, যাদের মধ্যে রয়েছে তুষার আহাম্মেদ, ফয়সাল ইমাম, মোঃ ইরফান উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দীন নিহাত, জালাল উদ্দীন মোহাম্মদ জুবায়ের, জামিউল ইসলাম মামুন, তানভীর আহমদ সিদ্দিকী, ইমাম বাসেত চৌধুরী, রিজওয়ান রিজভী, ইরফানুল হক চৌধুরী, রুবায়েত আজিম চৌধুরী, মামুন জীবন ও লিও মোহাম্মদ নূর খান।