ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক ।। 

অবশেষে মেসির হাতেই বিশ্বকাপ। ডি বক্সে আর্জেন্টিনার মন্টিলের হাতে বল ছোঁয়ায় পেনাল্টি শট পায় ফ্রান্স। আর এমবাপ্পে কোন ভুল না করে জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তার। সেই সঙ্গে এককভাবে ফ্রান্সকে সমতায় ফেরান তিনি। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে আবারও জয় আর্জেন্টিনার। এবারও জয়ের নায়ক আর্জেন্টিনার গোলকি এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি শ্যুটে ৪-২ ব্যবধানে কাতার বিশ্বকাপ নিজেদের করে নিলো আর্জেন্টিনা।

প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উভয় দলের খেলোয়াড় অর্জন করলো জোড়া গোলের স্বাদ। এমবাপ্পে পেনাল্টি থেকে গোল পাওয়ার পর আরেক গোলে ফ্রান্সকে সমতায় নিয়ে আসে। অন্যদিকে পেনাল্টি থেকে প্রথম গোল অর্জনের পর অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন লিওনেল মেসি। অবশ্য বেশি সময় এগিয়ে থাকতে পারেননি তিনি।

ফ্রান্স বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচ শুরুর ২২ মিনিটের মাথায় মেসির পেনাল্টি শটে এগিয়ে যাওয়ার ১৩ মিনিট পরেই কাউন্টার অ্যাটাকে ডি মারিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ডি মারিয়াকে মাঠ থেকে তুলে নেয়ার পর আক্রমণ হানায় ফ্রান্স। শুরুতে পেনাল্টি শটে এমবাপ্পের গোলের পর আবারও এমবাপ্পের পা থেকেই গোল পায় ফ্রান্স।

৯০ মিনিটে ম্যাচের মীমাংস না হওয়া অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে মেসির গোলে আবারও এগিয়ে গেলো আর্জেন্টিনা।

রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধে ফ্রান্স ছিল কোনঠাসা। বিরতির আগেই তুলে নেওয়া হয় জিরুদ ও ডেম্বেলেকে।

এদিকে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্বক আর্জেন্টিনা। প্রথম দিকে রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত ছিল ফ্রান্স।

আনহেল দি মারিয়াকে উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল। কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে বিশ্বকাপের আসরে এটি মেসির ১২তম গোল। এই গোলের মাধ্যমে কিংবদন্তী পেলেকে ছুঁয়ে দিলেন তিনি।

আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস ওটামেন্ডি, আকুনা, দে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান অ্যালভারেজ।

ফ্রান্সের একাদশ

লরি, কুন্দে, ভারান, উপামেকানো, থিও হার্নান্দেস, র‌্যাবিও, চুয়ামেনি, দেম্বেলে, গ্রিয়েজম্যান, এমবাপ্পে ও জিরু।

খালেদ / পোস্টকার্ড ;