বেগম রোকেয়া দিবসে চট্টগ্রামের ৫ জয়িতার হাতে এ সম্মাননা স্মারক

বেগম রোকেয়া দিবসে চট্টগ্রামের ৫ জয়িতার হাতে এ সম্মাননা স্মারক
বেগম রোকেয়া দিবসে চট্টগ্রামের ৫ জয়িতার হাতে এ সম্মাননা স্মারক

নিজস্ব প্রতিবেদক ।।

২০২০ সালের সেরা ৫ জয়িতাকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন মহিলা বিষয়ক অধিদপ্তর।

বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগে জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জয়িতার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলো চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু ও বিভিন্ন উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগণ।

এ বিষয় মাধবী বড়ুয়া বলেন, নারী মানে মা, বোন, বউ বা কন্যা। কোনো ক্ষেত্রেই নারীকে অবহেলার সুযোগ নেই। প্রতিটি নারীই তার পরিবারের জন্য নিজ নিজ জায়গা থেকে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। এ কাজগুলো আমাদের মায়েরাও করেছেন। এখন আমরা করছি আগামীকাল আমাদেরই সন্তান করবে। তাই পুরস্কার দিয়ে কোনো নারীর যোগ্যতা যাচাই করা যায় না। প্রতিটি নারীই তার জায়গায় এক একজন জয়িতা। তবে আমরা কোটি নারীর মধ্যে তাদের প্রতিনিধি হিসেবে ৫ নারীকে এ সম্মাননা প্রদান করছি।

পাঁচ ক্যাটাগরির মধ্যে নির্বাচিত নারী হলেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন চন্দনাইশ উপজেলার আয়েশা আক্তার, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জন করায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ডা. ফেরদৌসী বেগম, সফল জননী শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন পটিয়া উপজেলার রাণী প্রভা দস্তিদার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলার জাহানারা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন মিরসরাই উপজেলার সাহেদা আকতার।