বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেফতার

পোস্টকার্ড ডেস্ক।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনী ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে তাকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে গ্রেফতার করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামী পলাতক ছয় খুনীর মধ্যে একজন ছিলেন।

পুলিশের উর্ধতন এক কর্মকর্তা সময়ের আলোকে এই তথ্য নিশ্চিত করেন। আবদুল মাজেদ বিদেশে পলাতক ছিলেন। আবদুল মাজেদ ভারতে পলাতক ছিলেন বলে এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে শুনেছি। কিন্তু আদালতে না তোলা পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না।’

জানা যায়, গ্রেফতারকৃত খুনি মাজেদকে আদালতে নেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা আছে।