বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পারভেজ উদ্দীন সান্টুকে বরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পারভেজ উদ্দীন সান্টুকে বরণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পারভেজ উদ্দীন সান্টুকে বরণ

বিশেষ প্রতিবেদক।।

সীতাকুণ্ডের সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু জামিন পেয়ে আসার সময় আজ বুধবার (২২ মার্চ) রাত ৮টায় নগরীর সিটি গেইট এলাকায় তাকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেন স্থানীয় শত শত সাধারণ মানুষ । এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ।  

এসময় প্রায় ২০০ মোটর সাইকেল ও ছাদখোলা ট্রাকে করে শোডাউন দেন হাজার হাজার ব্যবসায়ী , শ্রমিক ও সাধারণ মানুষ ।  

এই সময় তিনি বলেন , গত ৪ই মার্চ ২০২৩ইং তারিখে আমাদের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সীমা অক্সিজেন লিঃ এ ঘটে যাওয়া দুর্ঘটনায় সকল নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহত সকলের জন্য প্রার্থনা করছি যেন দ্রুত সুস্থ হয়ে কাজে যোগদান করতে পারে, সত্যিকার অর্থে এই ধরনের একটি দুর্ঘটনায় আমরাও অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি তারপরও সরকারী আইনের কথা চিন্তা না করে মানবিক দিকটা আগে চিন্তা করে সকলের ক্ষতিপূরণ প্রদান করি।

তিনি বলেন, মৃত শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা, অধিক আহত শ্রমিকদের ৫ লক্ষ টাকা এবং অন্য আহত শ্রমিকদেরকে ২ লক্ষ টাকা সর্বমোট ১ কোটি ১৮ লক্ষ টাকা প্রদান ছাড়াও সকলের চিকিৎসা খরচও আমরা বহন করছি। আমি মনেকরি যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা আমাদের ভাই, দীর্ঘদিন তারা আমাদের সাথে ছিল, তাদের চলে যাওয়া আমাদের ব্যাথিত করে। কিন্তু আমরা শত চেষ্টা করলেও তাদের ফিরিয়ে আনতে পারব না, তারপরও উনাদের পরিবার যেন কিছুটা সচ্ছল ভাবে চলতে পারে তার জন্য আমরা মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছি এবং ঘোষনা দিয়েছি আমরা সারাজীবন তাদের পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও বলেন, এত কিছুর পরও সীতাকুণ্ড থানায় আমিসহ আরো অনেকের নামে মামলা হয়, যার পরিপ্রেক্ষিতে গত ১৪/০৩/২০২৩ইং তারিখে চট্টগ্রামের শিল্প পুলিশ আমাকে গ্রেপ্তার করে । আমাকে গ্রেপ্তার এবং অনিচ্ছাকৃতভাবে গুটিকয়েক পুলিশের উদ্ভট আচরণের পর যারা আমার পাশে থেকে সহযোগিতা, দোয়া এবং সাহস যুগিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকব। বিশেষ করে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহোদয়, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত প্রেসিডেন্ট, সীতাকুণ্ডের সকল সাংবাদিক ভাই, ইলেকট্রনিক্স মিডিয়া এবং আমার প্রাণপ্রিয় ভাটিয়ারি ইউনিয়নবাসি, সীতাকুণ্ডের আপামর জনসাধারণসহ আমাদের প্রাণপ্রিয় সীমা গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আপনাদের সহযোগিতা আমি চিরদিন শ্রদ্ধাভরে স্বরণ করব।

এ ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সীমা গ্রুপের অন্যতম পরিচালক সীমা পারভীন । তিনি নিজ ফেসবুক আইডিতে লেখেন,

আসসালামু আলাইকুম
প্রিয় সীতাকুণ্ডবাসী / সর্বস্হরের ব্যবসায়ীবৃন্দ,

আমি সীমা পারভীন মরহুম আলহাজ্ব শফি সাহেব এর মেয়ে । আমার মরহুম পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সীমা অক্সিজেন লিঃ এ গত ৪ মার্চ ২০২৩, প্লান্ট ব্লাস্ট হওয়ার পরবর্তী সময়ে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা / সহমর্মিতা জানিয়েছেন। আমার ভাইকে গ্রেফতার পরবর্তী আপনারা ফেইজবুকের মাধ্যমে যে ভাবে প্রতিবাদ মূখর হয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি।

আপনারা অতীতে ও আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আপনাদের পাশে পাব সেই প্রত্যাশা রাখছি।পরিশেষে আপনারা মঙ্গল কামনা করছি

সীমা পারভীন
পরিচালক
সীমা গ্রুপ
ভাটিয়ারী সীতাকুণ্ড চট্টগ্রাম।।

খালেদ /  পোস্টকার্ড ;