বাংলাদেশ ব্যাংকের মহাব্যস্থাপক পদে পদোন্নতি পেলেন সেলিম উদ্দীন সবুজ

বাংলাদেশ ব্যাংকের মহাব্যস্থাপক পদে পদোন্নতি পেলেন সেলিম উদ্দীন সবুজ
সেলিম উদ্দীন সবুজ

পোস্টকার্ড ডেস্ক ।। 

বাংলাদেশ ব্যাংকের মহাব্যস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল মোস্তফার কনিষ্ঠ পুত্র কেশুয়ার গর্বিত সন্তান স. ম. সেলিম উদ্দীন সবুজ । 

তনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে রসায়নে সম্মান সহ এমএসসি ডিগ্রী অর্জন করে কর্মজীবনের শুরুতে ২ বছর চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে অধ্যাপনা করেন।তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। 

পরবর্তীতে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী ও আইবিবি হতে পেশাগত ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রী অর্জন  করেন।

তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস, ময়মনসিংহ অফিসে বিভিন্ন বিভাগ/ শাখায় দায়িত্ব পালন করে বিগত ২ বছর যাবৎ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে উপমহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য হিসেবে কর্মরত  ছিলেন। বর্তমানে তাঁকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইন বিভাগে বহাল করা হয়েছে।

তিনি ইউএসটিসির এমবিএম কোর্সের Guest Speaker.তার স্ত্রী রুমানা পারভীন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষিকা, তার মেয়ে সৈয়দা সামিয়া মোস্তফা আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এ ইংরেজি সাহিত্যে ৪র্থ সেমিস্টারে, প্রথম পুত্র সৈয়দ সামিউন মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর বিবিএ ৩ য় সেমিস্টারে ও অপর পুত্র  সৈয়দ সোয়াদুন মোস্তফা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামে ৭ম শ্রেণীতে অধ্যয়নরত।