বাংলাদেশের পরম বন্ধু প্রণব মুখার্জি আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ - কাল এক দিনের জাতীয় শোক

বাংলাদেশের পরম বন্ধু প্রণব মুখার্জি আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ - কাল এক দিনের জাতীয় শোক
বাংলাদেশের পরম বন্ধু প্রণব মুখার্জি আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ - কাল এক দিনের জাতীয় শোক

পোস্টকার্ড ডেস্ক ।। 

ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি আর নেই। সোমবার বিকালে দিল্লির সেনা হাসপাতালে তিনি মারা যান। বেশ কয়েক দিন ধরে তিনি গভীর কোমায় ছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রণবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ আগামীকাল বুধবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে সাত দিনের শোক ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে সোমবার সন্ধ্যার দিকে এই শোক ঘোষণা করা হয়। 

সোমবার বিকাল সাড়ে ৫টা নাগাদ প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে জানান, বাবা আর নেই। তিনি লেখেন, আরআর হাসপাতালের চিকিৎসকদের সবরকমের চেষ্টা সত্ত্বেও চলে গেলেন বাবা। এদিন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এতে থেমে গেল কয়েক দিনের রুদ্ধশ্বাস লড়াই।

গত ১০ আগস্ট প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ১০ তারিখেই সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিলেন প্রণব।

প্রত্যেকদিন তার স্বাস্থ্যের আপডেট দেওয়া হচ্ছিল হাসপাতালের তরফে। সোমবার সকালেই দিল্লির সেনা হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয়, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগেই গভীর কোমায় চলে গিয়েছিলেন তিনি। দেওয়া হয় ভেন্টিলেটর সাপোর্ট। বাড়তে থাকে ফুসফুসের সংক্রমণও। প্রণবের মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় রাজনীতির এক বিরাট অধ্যায়ের অবসান হলো।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখার্জি। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ‘ভারতরত্ন-’এ ভূষিত করা হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে আপ্লুত ও স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখার্জির সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও শেখ হাসিনার নিজের বহু স্মৃতি প্রধানমন্ত্রী স্মরণ করেন। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখার্জি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন, যেকোনো প্রয়োজনে পাশে এসে দাঁড়িয়েছেন। দেশের ফেরার পরও প্রণব মুখার্জির সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। যেকোনো সঙ্কটে তিনি সাহস জুগিয়েছেন। শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারাল একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারাল একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রণব মুখার্জির মৃত্যুতে শোকবার্তায় বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারাল একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারাল একজন আপনজনকে। প্রণব মুখার্জির মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। তার মৃত্যু উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

এ ছাড়া প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ শোকবার্তায় প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভারতীয় নেতাদের শোক জ্ঞাপন: প্রণব মুখার্জির প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রণবের প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত। বাঙালি এই রাজনীতিবিদকে হারিয়ে শোকসন্তপ্ত দিল্লির রাজনীতির আঙিনাও। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, দেশটির বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, আসামের মন্ত্রী হিমান্ত বিশ^শর্মাসহ বিজেপি, কংগ্রেসের নেতাকর্মীরা। নিজের শোকবার্তায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, দেশের সুপুত্রের প্রয়াণে গোটা রাষ্ট্র শোকস্তব্ধ।

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ কররেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন তিনি আমাদের জাতির উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন। প্রধানমন্ত্রী মোদি লেখেন, একজন পণ্ডিতসম ব্যক্তি, এক গৌরবময় রাষ্ট্রনায়ক, তিনি রাজনৈতিক জগৎজুড়ে এবং সমাজের সমস্ত অংশ দ্বারা প্রশংসিত হয়েছিলেন। প্রণব মুখার্জি মূল অর্থনৈতিক ও কৌশলগত মন্ত্রণালয়ে দীর্ঘস্থায়ী অবদান রেখেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইটে বলেন, ওর নেতৃত্বকে কুর্নিশ এবং বাংলার মানুষের জন্য তার আত্মত্যাগকেও জানাই স্যালুট। এই ক্ষতি অপূরণীয়। তার পরিবারের সঙ্গে সমবেদনায় আমরা রয়েছি।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রণব মুখার্জি কংগ্রেসের রাজনীতি করলেও ভারতে দল-মত নির্বিশেষে সবাই শ্রদ্ধা করতেন।

প্রণব মুখার্জির মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি আখ্যা দিয়ে টুইট করেছেন বিজেপি সরকারের মন্ত্রী রাজনাথ সিং।

বিজেপি মন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, তার ক্যারিয়ার দেশের জন্য অনেক বেশি সম্মানের। তিনি একজন অভিজ্ঞ নেতা যিনি দেশকে মন-প্রাণ উৎসর্গ করে সেবা করেছেন।

বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কে রাহানে থেকে সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণরা টুইট করে শোক প্রকাশ করেছেন। কারোর কাছে তিনি অনুপ্রেরণা, কারো কাছে মহান নেতা।