ভারতের ওয়েব পোর্টালে মিথ্যা খবর, বাংলাদেশের নিন্দা

ভারতের ওয়েব পোর্টালে মিথ্যা খবর, বাংলাদেশের নিন্দা
কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন। ছবি: ফাইল

পোস্টকার্ড ডেস্ক ।।

ভারতের একজন নিন্দিত সাংবাদিক পরিচালিত উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি ওয়েব পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও গুজব নির্ভর খবরের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়ে বলা হয়েছে, এসব পোর্টালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে মিথ্যা, গুজব ও বানোয়াট খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দি ইস্টার্নলিংক ডট কম, নিনাওডটইন ও লুকইস্টডটইন।

এসব মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি এডিট করে বিকৃতভাবে প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বকে আঘাত করার চেষ্টা চলছে।

উপহাইকমিশন আরো জানিয়েছে, এসব ওয়েব পোর্টাল চালান একজন নিন্দিত সাংবাদিক। যিনি অতীতে বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। বাংলাদেশকে টার্গেট করে এ ধরনের মিথ্যা খবর প্রকাশের নিন্দা জানায় একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ভিত্তিহীন খবরে গুরুত্ব না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।