ম্যানচেস্টারে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

ম্যানচেস্টারে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন
ম্যানচেস্টারে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

প্রবাস ডেস্ক, পোস্টকার্ড ।।

ম্যানচেস্টারে গতকাল হয়ে গেল চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান ও ঈদ পুনর্মিলনী। এতে উপস্থিত ছিলেন প্রায় ২৫০০ অতিথি। কোরআন তেলাওয়াত ও ফাতেহার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে সহায়তা করে ডিএইচ (DH) ফাউন্ডেশন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান এসএম ফয়সাল কবির নিক্সন। তিনি ইতিহাস সৃষ্টিকারী ইউকের সবচেয়ে বড় এই মেজবান আয়োজনে জিএমসিএর সকল সদস্যবৃন্দকে অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষভাবে ধন্যবাদ জানান ইউরো ফুডস এস এম ক্যাশ অ্যান্ড ক্যারি ,মাদ্রাজ স্পাইস আর কে মটরস, স্যাফরন, মারিকো লন্ডন ইউকে, থিংক জিজি, ব্রিস্টল মায়ার, আরিজ পারফিউম, ইউকে এমসি, মাঞ্জা, কেএম বডি ওয়ার্কস, বাজেট টায়ার প্রমুখ প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী। গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের এ আয়োজনে ম্যানচেস্টার এবং লন্ডন, লিডস, ব্ল্যাকবার্ন, লিভারপুল, নিউক্যাসল, বার্মিংহাম, স্কটল্যান্ড, ওয়েলস, লেস্টার, নিউ পোর্ট, কার্ডিফে বসবাসরত চট্টগ্রামবাসীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটি নেতারাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের মেজবানের কথা শুনলেই যে কথাটি সবার আগে কানে ভাসে সেটি হচ্ছে – “মেজ্জান হাইলে আইয়ূন আঁরার শহর চট্টগামত”। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খ্যাতি দেশব্যাপী রয়েছে। বর্তমানে এই মেজবান দেশের গণ্ডি পেরিয়ে ব্রিটেনের ম্যানচেষ্টার সহ ইউরোপের বিভিন্ন শহরে পৌছে গেছে। সাদা ভাতের সঙ্গে গরু-মহিষের মাংস, ছোলার ডালে হাড্ডিসহ মাংস, সেই সঙ্গে গরম নলার ঝোল।

খালেদ / পোস্টকার্ড ;