মসহিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুন্ডে কৃষি উৎপাদন বিষয়ক সেমিনার

মসহিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুন্ডে কৃষি উৎপাদন বিষয়ক সেমিনার
মসহিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুন্ডে কৃষি উৎপাদন বিষয়ক সেমিনার

পোস্টকার্ড নিউজ ॥

সীতাকুন্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের  উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে 'Future of Agriculture ' কর্মসূচির আওতায় ১৯ শে নভেম্বর ২০২২  শনিবার ,  সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়ন এর দক্ষিন রহমত নগর গ্রামের , লক্ষণ দিঘীর পাড়ে এমএফ জেএফ এর  এর অস্থায়ী  কার্যালয় প্রাঙ্গনে   সকাল ১০ঃ৩০ ঘটিকা হতে কৃষক ভাইদেরকে সাথে নিয়ে 'কৃষি সরঞ্জাম ও কর্মশালা'- নামক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক  মিষ্টার  জেরিমি ডেভিস (প্রতিষ্টাতা ও ব্যবস্থাপনা পরিচালক  স্মার্ট মেক) ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রেজাউল করিম বাহার (চেয়ারম্যান ৪ নং মুরাদপুর ইউনিয়ন),  মো হাবিবুল্লাহ (কৃষি অফিসার -সীতাকুন্ড উপজেলা) , নাফিজা বিনতে আজিজ উপদেষ্টা (স্মার্ট মেক)  হাবিবুর রহমান উপদেষ্টা (স্মার্ট মেক)। 

এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা  এবং রবি- আজিযাটা গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকীর
সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা মোঃ মহিন উদ্দীনের সঞ্চালনায়
অনুষ্ঠানে   আরো উপস্থিত ছিলেন,সংগঠনটির  উপদেষ্টা জাহেদ হোসেন,  মোঃ মামুনুর রশীদ,  নুর উদ্দিন লিটন সহ সকল সদস্য -বৃন্দ এবং সাংবাদিক ও জনপ্রতিনিধি বৃন্দ। 

কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবলম্বী কৃষক মোঃ ইমতিয়াজ, মহিউদ্দিন, জাফর, শহীদ,লেদু,বেলাল, আলতন, বিমল,নুরু,সেলিম, এবং আরও  অন্যান্য কৃষক বৃন্দ। 

এই কর্মসূচিতে আপাদমস্তক বাংলাদেশি হয়ে যাওয়া আমেরিকান কৃষি উদ্যোক্তা স্মার্ট ম্যাক(,SMART- MAk)  কোম্পানীর প্রতিষ্ঠাতা, জেরিমি ডেভিস( JEREMY  DAVIS)।  যিনি কৃষকদের স্বল্পমূল্যে আধুনিক কৃষি সরঞ্জাম প্রদান করে থাকেন।উক্ত অনুষ্ঠানে তিনি তাঁর এসব কৃষি সরঞ্জাম সম্পর্কে কৃষকদের অবহিত করেন।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের(MFJF) 'Future in Agriculture ' কৃষি উৎপাদন কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ হলো:

১/ স্বল্পমূল্যে কৃষকদের আধুনিক কৃষি সরঞ্জাম ভাড়া প্রদান।

২/কৃষির আধুনিকায়ন নিশ্চয়ন।

৩/স্যাটেলাইট ফার্মের মাধ্যমে অরগানিক ফল,সবজি,মাংস,ডিম,মাছ উৎপাদন। 

৪/কৃষিতে শিক্ষিত বেকার যুবকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সম্পৃক্তকরণ ইত্যাদি

সংগঠনটি উপজেলায় আবাদি জমিগুলো চাষাবাদের উপযোগী করার ও উদ্যোগ হাতে নিবেন বলে জানান সংগঠনের সভাপতি  আহমেদ আরমান সিদ্দিকী। 

খালেদ / পোস্টকার্ড ;