‘মহাতীর্থ চন্দ্রনাথধাম’ স্মারকগ্রন্থের উন্মোচন

‘মহাতীর্থ চন্দ্রনাথধাম’ স্মারকগ্রন্থের উন্মোচন
‘মহাতীর্থ চন্দ্রনাথধাম’ স্মারকগ্রন্থের উন্মোচন

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ড মেলা কমিটির উদ্যোগে চন্দ্রনাথধামে শিব চতুর্দশী মেলা উপলক্ষে প্রকাশিত ‘মহাতীর্থ চন্দ্রনাথধাম ’স্মারক গ্রন্থের উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মিল্টন রায়।

গতকাল গ্রন্থের উন্মোচনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মেলা কমিটির সহ-সভাপতি বাবুল কান্তি শর্মা, সাধারন সম্পাদক পলাশ চৌধুরী, অতিরিক্ত সম্পাদক সমীর কান্তি শর্ম্মা, যুগ্ন সম্পাদক প্রবীর কুমার নাথ, যুগ্ম সম্পাদক বিমল চন্দ্র নাথ, কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, মেলা কমিটির অর্থ সম্পাদক তাপস চক্রবর্তী, সীতাকুণ্ড বাজার কমিটির নেতা সহিদুল ইসলাম, জহুরুল আলম প্রমুখ।

সাংবাদিক লিটন কুমার চৌধুরী সম্পাদিত প্রকাশনাটি বেশ তথ্য সমৃদ্ধ। গ্রন্থটিতে সীতাকুণ্ডের প্রাচীন ইতিহাস, শিবরাত্রীর দর্শন, ভাবনা ও মাহাত্ম্য, চন্দ্রনাথধামের ইতিহাস, কলিযুগের মহাতীর্থ স্বয়ম্ভুনাথের ইতিহাস, চন্দ্রনাথধামে বিভিন্ন ধর্মীয়স্থান সমূহের পরিচিতিসহ বিভিন্ন তথ্য পরিবেশন করা হয়েছে। ভবিষ্যতে প্রকাশনাটি তথ্যসূত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে।