যে বাজারে বউ কেনাবেচা হয়

যে বাজারে বউ কেনাবেচা হয়
সংগৃহীত

পোস্টকার্ড ডেস্ক ।।

চীনে বিক্রি করা হয় পাঁচটি এশীয় দেশ থেকে বউ। পাকিস্তান চিনের সীমান্তবর্তী দেশ হওয়ায় সেখানে এর পরিমাণটা বেশি। নারী পাচারের অন্যতম পন্থাই হল নারীদের বিয়ে করে তারপর তাদের পাচার করে দেয়া।

সম্প্রতি পাকিস্তান থেকে চীনে নারী পাচারের সংখ্যা বাড়ছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নারীদের পাচার করা হয়। এসব নারীর শেষ পরিণতি হচ্ছে পতিতালয়। পুলিশের কাছে ধরাপড়া নারী পাচারকারীর গ্যাংয়ের সদস্যরা স্বীকার করেছে যে, তারা কমপক্ষে ৩৬ পাকিস্তানি মেয়েকে চীনে পাঠিয়েছে। চীনে তাদের পতিতাবৃত্তির জন্যই ব্যবহার করা হয়।

পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, মানবপাচারের তদন্তে নেমে তারা যৌনবৃত্তির চক্রের ১২ সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে। এই দলের সদস্যরা পাক তরুণীদের চীনে পাচার করত।

গ্রেফতার হওয়া এই ব্যক্তিদের মধ্যে আটজন চীনের নাগরিক ও চারজন পাকিস্তানের। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএএ) শীর্ষ কর্মকর্তা জামিল আহমেদ বলেন, পাকিস্তানি নারীদের চীনে পাচার করে পতিতাবৃত্তির কাজ করানোর খবর পেয়ে আমরা এসব গ্যাংয়ের ওপর নজর রাখছিলাম। তিনি বলেন, বেশ কয়েকটি গ্যাং এই কাজ করে।

তবে তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি খ্রিস্টান সংখ্যালঘু। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, চীনের পাক নারীদের পাচারের সাম্প্রতিক রিপোর্ট যা, তাতে পাকিস্তানকে সতর্ক হওয়া উচিত।