শীতকালীন সংসদ অধিবেশনে আসছে ' দলিল যার ভূমি তার ' আইন

শীতকালীন সংসদ অধিবেশনে আসছে ' দলিল যার ভূমি তার ' আইন
শীতকালীন সংসদ অধিবেশনে আসছে ' দলিল যার ভূমি তার ' আইন

পোস্টকার্ড নিউজ ।।

শীতকালীন সংসদ অধিবেশনে উঠছে 'দলিল যার ভূমি তার’ আইন । ‘দলিল যার জায়গা তার’ এ উদ্দেশ্য সামনে রেখে "ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২১" শীতকালীন অধিবেশনে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে 'বার্তা, দাপ্তরিক স্মৃতিকোষ এবং অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশে এ বছর ৩০ জুন পর্যন্ত প্রায় ৪২ লাখ মামলা হয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৫৬৭। মামলাজট কমাতে এবার দখলের ভিত্তিতে জমির মালিকানার বিধান বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। ১৮৮৫ সালের দখলস্বত্ব আইনটি সম্প্রতি সংশোধনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আশা, জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেই আইনটি তোলা সম্ভব হবে। তাছাড়া এতে দখলস্বত্ব আইনের অজুহাতে সরকারি বেদখল সম্পত্তি এবং ব্যক্তি মালিকানার সম্পত্তিও রক্ষা পাবে বলে মনে করা হচ্ছে।

দখলস্বত্ব আইন অনুযায়ী, কোনো সম্পদ ১২ বছর পর্যন্ত নিজের দখলে রাখতে পারলেই সেই সম্পদের মালিকানা দাবি করা যায়। আইনটি পরিবর্তন হলে, জমির মালিকানা নির্ধারণ হবে দলিলভিত্তিক। যার নামে দলিল থাকবে তিনিই হবেন মালিক।

ভূমিমন্ত্রী জানান, দখলস্বত্ব আইনের অজুহাতে প্রচুর সরকারি সম্পত্তি বেদখল হয়েছে। ব্যক্তি মালিকানার অনেক সম্পত্তি নিয়েও মামলা চলছে আদালতে। এর বাইরেও জমির দখল নিয়ে সহিংসতার কারণে মামলা নিত্য ঘটনা।

মন্ত্রী বলেন, দলিল না থাকার পরও দীর্ঘদিন সম্পদ দখলে রাখা সমীচীন হতে পারে না। আইনটিতে পরিবর্তন আসলে দেওয়ানি মামলার একটি বড় অংশই কমে আসবে বলে আশা করেন ভূমিমন্ত্রী।

খালেদ / পোস্টকার্ড ;