সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার, আটক ৩ 

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার, আটক ৩ 
সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার, আটক ৩ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।।

অন্তঃসত্ত্বা এক গৃহবধূর অগ্নিদ্বগ্ধ লাশ উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বুধবার (২৪ মে) রাতে উপজেলার বাঁশবাড়িয়াস্থ গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করে  ।

নিহত গৃহবধূর নাম রোখসানা আক্তার (২৩)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া রহমতের পাড়ার গোলাম কিবরিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া রহমতের পাড়ার গৃহবধূ রোখসানা আক্তারের অগ্নিদ্বগ্ধ লাশ নিজ ঘরে পড়ে আছে। এমন খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,  নিহত রোখসানা উপজেলার মাদামবিবিরহাট নেভী রোডের বাসিন্দা নুর আলমের মেয়ে। গত প্রায় একবছর আগে বাঁশবাড়িয়ার গোলাম কিবরিয়ার সাথে তার বিয়ে হয়। বর্তমানে তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা।

তারা বলেন , একই বাড়িতে গোলাম কিবরিয়ার পরিবারের সাথে তার ভাইয়ের পরিবারও বসবাস করছেন। জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটল তা কেউ বুঝতে পারছেন না।  

বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর বলেন, আমি ঘটনার খবর শুনে বিকেলে ঐ বাড়িতে যাই। তখন পুলিশ লাশটি খতিয়ে দেখছে। কি করে ঐ গৃহবধূ মারা গেছে তা পুলিশ খতিয়ে দেখবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, এটি পরিকল্পিত হত্যা। কারণ, ঐ গৃহবধূর মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত আছে। ধারণা করছি হত্যা শেষে আত্মহত্যা বলে চালিয়ে দেবার জন্য তার গায়ে লেপ-কাঁথাতে কেরোসিন বা অন্য কোন দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়। কিন্তু ঘরের পরিবেশ এবং অন্যান্য অবস্থা দেখে এটি যে আত্মহত্যা নয় তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। এছাড়া শুনতে পাচ্ছি নিহত গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন। ফলে আমরা লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী, ভাসুর ও ভাসুরের স্ত্রীকে থানায় আনা হয়েছে।'এ বিষয়ে মামলা দায়ের হবে বলে জানান তিনি  ।

খালেদ / পোস্টকার্ড ;