সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে দরপত্রে অনিয়মের অভিযোগ  

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে দরপত্রে অনিয়মের অভিযোগ  
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে দরপত্রে অনিয়মের অভিযোগ  

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

হাসপাতালের খাদ্য, পথ্য, লিলেন ধৌতকরণ স্টেশনারি ও বিবিধ সামগ্রী সরবরাহের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নূর উদ্দিনের বিরুদ্ধে ।

বৃহস্পতিবার সাতজন দরপত্র আহ্বানকারী ঠিকাদার চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর এ বিষয়ে অভিযোগ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্যপথ্য, লিলেন ধৌতকরণ স্টেশনারি ও বিবিধ সামগ্রী সরবরাহের জন্য গত ১৪ নভেম্বর দরপত্র আহ্বান করেন স্বাস্থ্য কর্মকর্তা। অভিযোগ সূত্রে জানা যায়, ৪১টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ কাগজ দাখিলের কারণে পাঁচজনের দরপত্রের আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে লটারির মাধ্যমে দরদাতা বাছাইয়ের কথা থাকলেও কর্তৃপক্ষ লটারি না করে তাদের পছন্দের প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন। যদিও প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূত দর দিয়েছিল। কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান মেসার্স এস বোরহান উদ্দিনের স্বত্বাধিকারী বোরহান উদ্দিন বলেন, তার দর সর্বনিম্ন থাকায় তাকে কার্যাদেশ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নূর উদ্দিন বলেন, তারা দরপত্রের নিয়ম মেনেই কার্যাদেশ দিয়েছেন। কোনো অনিয়ম হয়নি।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।