সীতাকুণ্ডে অনাবাদি জায়গায় কৃষি কর্মকর্তার বিষমুক্ত শাক-সবজির আবাদ

সীতাকুণ্ডে অনাবাদি জায়গায় কৃষি কর্মকর্তার বিষমুক্ত শাক-সবজির আবাদ
সীতাকুণ্ডে অনাবাদি জায়গায় কৃষি কর্মকর্তার বিষমুক্ত শাক-সবজির আবাদ

পোস্টকার্ড নিউজ ।।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সীতাকুণ্ডে উপজেলা পতিত জমিতে নিজের পকেটের টাকা খরচ করে বিষমুক্ত শাক-সবজির আবাদ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিবুল্লাহ। তাঁর এই বাগান বেশ প্রশংসিত হয়েছে ।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের বিভিন্ন অনাবাদি জায়গাগুলোতে আমরা বিভিন্ন শাক-সবজির আবাদ করেছি। যেমন- লাউ, করলা, মরিচ, বরবটি, শিমসহ বিভিন্ন সবজি এবং ফলও রোপণ করেছি। যাদের অনাবাদি জায়গা খালি রয়েছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি।

কৃষি কর্মকর্তা মো. মহিবুল্লাহ জানান, উপজেলা পরিষদের ৩৩ শতাংশ পতিত জমিতে বিভিন্ন সবজি চাষ আবাদ করা হয়েছে, ফলে উপজেলা সদস্যদের খাবারের চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে। নিজের পকেটের টাকা ও সহকর্মীদের সহায়তায় পতিত ওই জমিতে অনেক ধরনের শাক-সবজি চাষ করেন বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, এই জমির সবজি উপজেলা কর্মরত সদস্য ছাড়াও স্থানীয়দের খাবারের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। একই সঙ্গে উপজেলায় সেবা নিতে আসা মানুষ নিজেদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলায় সেবা নিতে আসা মাহবুবুল আলম বলেন, উপজেলা কর্মকর্তাদের নিয়মিত পরিচর্যায় এক সময়ের পরিত্যক্ত জমিতে আজ সবুজে পরিপূর্ণ হয়ে উঠেছে। এক সময় আবর্জনার ভাগাড় ছিল; কিন্তু সেই জায়গায় সবজি বাগান করার কারণে উপজেলার রূপ বদলে গেছে।

তিনি বলেন , আমাদের বাড়ির পাশে অনেক পতিত জমি রয়েছে। আমি এই বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে আমার সেই জায়গায় সবজি ও ফুলের বাগান করেছি।

খালেদ / পোস্টকার্ড ;