সীতাকুণ্ডের গুলিয়াখালী রিসোর্ট ও সেতুর নকশা অনুমোদন

সীতাকুণ্ডের গুলিয়াখালী রিসোর্ট ও সেতুর নকশা অনুমোদন
সীতাকুণ্ডের গুলিয়াখালী রিসোর্ট ও সেতুর নকশা অনুমোদন

পোস্টকার্ড ডেস্ক ।। 

সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে রিসোর্ট, ওয়াকওয়েসহ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।নির্মাণকাজের জন্য উপজেলা প্রশাসনের তৈরি নকশা অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান।

সম্প্রতি গুলিয়াখালী সৈকত পরিদর্শন শেষে জেলা প্রশাসক সৈকতের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে সৈকতের আবর্জনা পরিষ্কার করা, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট নিরাপদ দূরত্বে সরিয়ে আনা, পর্যাপ্ত টয়লেট স্থাপন করা ইত্যাদি।

তিনি বলেন, সৈকতের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের ইউনিট চালুর কার্যক্রম শুরু হয়েছে। নকশা অনুযায়ী বেড়িবাঁধ থেকে ইংরেজি ওয়াই আকৃতির ১০ফুট ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর দুই দিকে হবে রেস্তোরাঁ ও রিসোর্ট।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, বর্ষাকালে জোয়ারের সময় সৈকত ডুবে যায়। তখন পর্যটকদের বেড়িবাঁধে অপেক্ষা করতে হয়। সব ঋতুতে পর্যটকেরা যেন সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন, তেমন একটি নকশা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড;