সীতাকুণ্ডের সোহেল হত্যা মামলার প্রধান আসামি জাফরসহ আটক ২

সীতাকুণ্ডের সোহেল হত্যা মামলার প্রধান আসামি জাফরসহ আটক ২
সীতাকুণ্ডের সোহেল হত্যা মামলার প্রধান আসামি জাফরসহ আটক ২

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডে চাঞ্চ্যলকর কুরবান আলী সোহেল (২৩) হত্যা মামলার প্রধান আসামি ও তার অন্যতম সহযোগীকে আটক করেছে র‍্যাব -৭।

আটককৃতরা হলেন- সীতাকুণ্ডের পশ্চিম মুরাদপুরের ৪ নম্বর ওয়ার্ডের আবুল মনসুরের ছেলে মো. আবু জাফর (৩৪) ও  একই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে মো. সাহাব উদ্দীন।  

বুধবার (১৬ জুন) রাত পৌনে ৯টায় নগরীর ইপিজেড থানার দক্ষিণ পতেঙ্গা খেজুরতলা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত ১৯ মে সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন ছেলে কুরবান আলী সোহেল রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মারা যায়। এ হত্যায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্ত শুরু করে র‍্যাব।

এ মামলার প্রধান আসামি জাফর ও তার সহযোগী সাহাব উদ্দীন পতেঙ্গা এলাকায় অবস্থান করছে বলে গতকাল বুধবার এমন সংবাদ পায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আবু জাফরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়া সাহাব উদ্দীনের বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা। আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।