সীতাকুণ্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন দিদারুল আলম এমপি

সীতাকুণ্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন দিদারুল আলম এমপি
সীতাকুণ্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন দিদারুল আলম এমপি

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

সীতাকুণ্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা,বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরসহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে, সীতাকুণ্ড উপজেলায় ৭৩৩ কেন্দ্রে মোট এক লক্ষ ৪ হাজার ৯শত ৯জন শিশুকে টিকা দেওয়া হবে। তারমধ্যে ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৫১ হাজার ৫ শত ৪১ জনও ৫ বছর থেকে ১০ বছরের কম বয়সী ৫৩ হাজার ৩ শত ৬৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছয় সপ্তাহব্যাপী চলবে এই টিকাদান কর্মসূচি।