চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন

পোস্টকার্ড ডেস্ক ।।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে যোগ্য, দক্ষ ও মেধাবী জনশক্তি সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরটি। ইনকিউবেটরটি উদ্বোধনের মধ্যদিয়ে ২৫০ জন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও সম্ভাবনাময় স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সেবা ও পরামর্শ এবং আর্থিক সহযোগিতা দিয়ে তাদের ব্যবসা ক্রমবিকাশে সহায়তা প্রদান করবে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামাল স্মরণে খচিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, শেখ জামাল ও রোজী জামাল ডরমেটরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্তাবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১১৩ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে ক্যাম্পাসের ৪.৭ একর জায়গার উপর দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হলো।

শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্পের আওতায় ৫ হাজার বর্গফুট করে ৫০ হাজার বর্গফুট আয়তনের ১০ তলাবিশিষ্ট একটি ইনকিউবেশন ভবন এবং ৩৬ হাজার বর্গফুটের ৬ তলাবিশিষ্ট মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন তৈরি করা হয়েছে। ইনকিউবেশন ভবনে রয়েছে- স্টার্টআপ জোন, ইনোভেশন জোন, ইন্ডাস্ট্রি-একাডেমিক জোন, ব্রেইনস্ট্রর্মিং জোন, এক্সিবিশন সেন্টার, ই-লাইব্রেরি জোন, ডাটা সেন্টার, রিসার্চ ল্যাব, ভিডিও কনফারেন্সিং কক্ষ ও সভাকক্ষ।

এছাড়া ব্যাংক ও আইটি ফার্মের জন্য পৃথক কর্ণার, অত্যাধুনিক সাইবার ক্যাফে, ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, রিক্রিয়েশন জোন, মেকার স্পেস, ডিসপ্লে জোন ও মিডিয়া কাভারেজ জোনও আছে। অন্যদিকে মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবনে রয়েছে ২৫০ জনের ধারণক্ষমতাসম্পন্ন সুসজ্জিত অডিটোরিয়াম এবং ৫০ জনের ধারণক্ষমতাসম্পন্ন পৃথক ৪টি কম্পিউটার ল্যাব কাম সেমিনার কক্ষ। শেখ জামাল ও রোজি জামালের নামে ৪ তলাবিশিষ্ট নারী পুরুষের জন্য পৃথক দুটি আবাসিক ডরমিটরি ভবন । স্থাপন করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ল্যাব, একটি মেশিন লার্নিং ল্যাব, একটি অপটিক্যাল ফাইবার ব্যাকবোন, একটি সাব-স্টেশন ও সোলার প্যানেল।

উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম প্রান্তে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপচার্য্য ড. মো. রফিকুল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকার ভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

খালেদ / পোস্টকার্ড ;